Thursday, August 28, 2025

প্ররোচনা ছড়িয়ে হিংসায় মদত, ট্রাম্পের অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করল টুইটার

Date:

নভেম্বরে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই লাগাতার তথ্যহীন অভিযোগ করছিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। নানাভাবে তাঁর সমর্থকদের উস্কানি দিয়ে উত্তেজিত করার চেষ্টা চালিয়ে গিয়েছেন। বিরোধীদের বিরুদ্ধে কার্যত লোক খ্যাপানোর কাজ করেছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট। চড়া সুরে তাঁর উস্কানিমূলক মন্তব্যের পরেই বুধবার ওয়াশিংটনের ক্যাপিটল (capitol building) বিল্ডিংয়ে নজিরবিহীন হামলা চালিয়েছেন ট্রাম্প ভক্তরা। মার্কিন আইনসভার ভিতরে ঢুকে ট্রাম্প সমর্থকদের বেপরোয়া সশস্ত্র তান্ডব দেখে স্তম্ভিত গোটা বিশ্ব। এই বেনজির কাণ্ডের পর ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল টুইটার (Twitter) কর্তৃপক্ষ। এই সোশ্যাল মিডিয়া সংস্থা স্থায়ীভাবে ট্রাম্পের টুইটার অ্যাকাউন্টটি (Twitter account) ব্লক (permanently blocked) করে দিল। শুক্রবার ট্যুইটার কর্তৃপক্ষ এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। সোশ্যাল মিডিয়া সংস্থা টুইটার জানিয়েছে, ট্রাম্প সমর্থকরা যুক্তরাষ্ট্রে ফের হিংসার পথ নিতে পারে এমন আশঙ্কা রয়েছে। সেই কারণে তাঁর অ্যাকাউন্টটি স্থায়ীভাবে সাসপেন্ড করা হয়েছে।

টুইটারের পক্ষ থেকে একটি ব্লগ পোস্ট করে বলা হয়, হিংসায় প্ররোচনা দেওয়ার ঝুঁকির কারণে আমরা ট্রাম্পের অ্যাকাউন্টটিকে স্থায়ীভাবে সাসপেন্ড করেছি। বিদায়ী প্রেসিডেন্টের ব্যক্তিগত অ্যাকাউন্ট স্থায়ীভাবে সাসপেন্ড করার সঙ্গে সঙ্গে টিম ট্রাম্পের অ্যাকাউন্ডও সাসপেন্ড করেছে টুইটার। এছাড়াও প্রেসিডেন্ট ট্রাম্পের সরকারি ‘POTUS’ অ্যাকাউন্টের টুইটগুলিকে মুছে দেওয়া হয়েছে। গত কয়েক দিন ধরে ট্রাম্পের টুইট লাগাতার হিংসায় ইন্ধন দিয়েছে বলে দাবি টুইটারের। এইসব টুইটের ফলেই নজিরবিহীন সংঘর্ষ হয়, যা আমেরিকার ইতিহাসে আগে কখনও হয়নি। ট্রাম্পের একাধিক টুইট থেকেই যে প্ররোচনা ছড়ানো হয়েছে এবং সমর্থক- ভক্তদের খেপিয়ে তোলা হয়েছে তা স্পষ্ট। আর এই কারণেই এর আগেও ১২ ঘণ্টার জন্য ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়। আর শুক্রবার থেকে তা পাকাপাকিভাবে ব্লক করা হচ্ছে বলে জানাল টুইটার।

আরও পড়ুন-করোনার নয়া স্ট্রেন : ব্রিটেন ফেরত যাত্রীদের ৭ দিন কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করল রাজ্য সরকার

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version