Thursday, December 4, 2025

করোনার নয়া স্ট্রেন : ব্রিটেন ফেরত যাত্রীদের ৭ দিন কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করল রাজ্য সরকার

Date:

Share post:

নতুন নিয়ম। ব্রিটেন (Britain) থেকে দিল্লি (Delhi) এলেই সাত দিনের কোয়ারেন্টাইন (Quarantine) বাধ্যতামূলক করল দিল্লি সরকার। যা নিয়ে যাত্রীদের অধিকাংশ ক্ষুব্ধ। কোভিড রিপোর্ট পজিটিভ আসুক বা নেগেটিভ ব্রিটেন থেকে দিল্লি ফেরত সমস্ত যাত্রীদের সাত দিনের জন্য হোটেল কিংবা লজে কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক।

১৬ দিন বন্ধ ছিল ভারত-ব্রিটেন বিমান পরিষেবা। আবার শুক্রবার থেকেই চালু হয় এই পরিষেবা। শুক্রবার ব্রিটেন থেকে ভারতে আগত যাত্রীরা দিল্লিতে নেমে এই নিয়মের কথা জানতে পেরে অধিকাংশ যাত্রীই বিমানবন্দরে ক্ষোভে ফেটে পড়েন। অন্যদিকে, শনিবার উড়ান সংস্থা ভিস্তারার (Vistara) একটি বিমান ২৯১ জন যাত্রীকে নিয়ে দিল্লি পৌঁছবে। এছাড়া রবিবারও ব্রিটিশ এয়ারওয়েজ (British Airways) ও এয়ার ইন্ডিয়ার (Air India) একটি বিমান ৪৮১ জন যাত্রীকে নিয়ে দিল্লি নামবে।

এয়ার ইন্ডিয়ার তরফে একটি টুইট করে শুক্রবার সন্ধেয় জানানো হয়, লন্ডন থেকে পাড়ি দেওয়ার আগেই যাত্রীদের এই নতুন নিয়ম সম্পর্কে অবগত করা হয়েছিল। তাদের দাবি, নতুন নিয়ম শুনে ২০ জন যাত্রী তাঁদের যাত্রা বাতিল করেন। এছাড়াও উড়ান চলাকালীনও নতুন এই নির্দেশিকার কথা বারবার জানানো হয় যাত্রীদের। ব্রিটেনের নয়া স্ট্রেন যাতে ভারতে দ্রুত ছড়িয়ে না পড়ে, সেই কারণেই এই নিয়ম চালু করেছে দিল্লি সরকার।

উল্লেখ্য, লন্ডনে করোনা আক্রান্ত রোগীদের শরীরে নতুন স্ট্রেন মেলার পর থেকেই সেখানকার পরিস্থিতি খারাপ হতে শুরু করেছে। লন্ডনের মেয়র সাদিক খান (Sadiq Khan) বলেন, সেখানে প্রতি ৩০ জন বাসিন্দার মধ্যে একজন এই মুহূর্তে কোভিড পজিটিভ। পরিস্থিতি এমনই খারাপ হতে থাকেলে আগামী দু’সপ্তাহের মধ্যেই হাসপাতালে বেডের সংখ্যায় ঘাটতি পড়বে বলেও দাবি করেন তিনি। গত এক সপ্তাহে প্রায় ২৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে লন্ডনে কোভিড আক্রান্তের সংখ্যা। ভেন্টিলেটর প্রয়োজন এমন রোগীর সংখ্যাও বেড়েছে ৪২ শতাংশ। সব মিলিয়ে লন্ডনে পরিস্থিতি অত্যন্ত সংকটজনক।

আরও পড়ুন : প্রথম কোভিড ভ্যাকসিন পেলেন বলিউডের এই অভিনেত্রী

Advt

spot_img

Related articles

কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন! দ্রুত কমছে এসআইআর-এ ভোটারহীন বুথ 

এসআইআর-এর ভোটারহীন বা ‘শুষ’ বুথগুলির সংখ্যা দ্রুত কমতে শুরু করেছে। মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে যে সংখ্যা ছিল ২২০৮,...

বহুতল সমস্যা সমাধানে সর্বদা পাশে রাজ্য সরকার: জানালেন মুখ্যমন্ত্রী

বহুতল সমস্যা সমাধানে রাজ্য সরকার তথা তৃণমূল কংগ্রেস পাশে থাকবে। আরও স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার...

রাজ্যের শিক্ষক-কর্মীদের জন্য সুখবর: এবার মিলবে অতিরিক্ত ১০% মহার্ঘ ভাতা

স্কুল শিক্ষা দফতরের পক্ষ থেকে ঘোষণা করা হল যে রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুল এবং সংস্কৃত টোলের শিক্ষক...

শিক্ষামন্ত্রী না থাকলে বিজয়ের গোড়ায় পৌঁছানো সম্ভব হত না: কৃতজ্ঞতা প্রকাশ পর্ষদ সভাপতির

রাজনৈতিক অভিসন্ধি থেকে যে ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তা প্রমাণ...