রানাঘাটে মুখ্যমন্ত্রীর সভার প্রস্তুতি শেষ পর্যায়ে

আগামীকাল, সোমবার নদীয়ায় সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রানাঘাটের হবিবপুরের ছাতিমতলা মাঠে হবে এই সভা। চলছে জোরকদমে শেষ মুহূর্তের প্রস্তুতি । রবিবারও মাঠজুড়ে চলেছে ফিনিশিং টাচ। সভার মাঠের পাশে হেলিকপ্টার নামার মহড়াও সম্পূর্ণ। একদিকে পুলিশ প্রশাসনের কর্তাব্যক্তিরা মাঠের নিরাপত্তা ব্যবস্থা যেমন খতিয়ে দেখছেন, তেমনি রাজনৈতিক নেতাকর্মীরা ব্যস্ত মাঠ এবং এলাকাজুড়ে মুখ্যমন্ত্রীর ছবিসহ ফেস্টুন এবং দলীয় পতাকায় গোটা এলাকা মুড়ে ফেলতে। রানাঘাটের পুলিশ সুপার ভিএসআর আনন্তনাগ বলেছেন, নিরাপত্তা ব্যবস্থায় কোনওরকম খামতি যাতে না থাকে তা দেখা হচ্ছে। মিছিল কোন পথে আসবে, মিছিলের গাড়ি কোথায় পার্কিং হবে সবকিছুই দেখা হয়েছে।
ছাতিমতলা মাঠের ঠিক পিছনের মাঠে মুখ্যমন্ত্রী আসার জন্য অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়েছে। সেখানেই শনিবার দুপুরে হেলিকপ্টার মহড়া দেয়।
গত বছর ফেব্রুয়ারি মাসে জেলা সফরে এসে এই মাঠেই সভা করেছিলেন মুখ্যমন্ত্রী। বছর ঘুরতেই সেই একই মাঠে সভা করতে চলেছেন তিনি।

Previous articleস্বামী প্রিন্স ফিলিপের সঙ্গে করোনা টিকা নিলেন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ
Next article‘বিনামূল্যে করোনা টিকা’, মমতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে সরব মালব্য