Monday, November 10, 2025

করোনা যোদ্ধাদের জন্য ৩ কোটি ভ্যাকসিনের খরচ কেন্দ্র বহন করবে, ঘোষণা মোদির

Date:

করোনা ভ্যাকসিন(Corona vaccine) বন্টন ইস্যুতে সোমবার দেশের সমস্ত মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী(Prime minister) নরেন্দ্র মোদি(Narendra Modi)। ‌ সেই বৈঠকের পর এদিন ভার্চুয়াল বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়ে দিলেন, টিকাকরণের প্রথম দফায় অগ্রাধিকার দেওয়া হবে দেশের ৩ কোটি স্বাস্থ্য, সাফাই ও পুলিশকর্মীদের।আর এই টিকাকরণের সমস্ত খরচ কেন্দ্রীয় সরকার বহন করবে। যদিও তারপর বাকিদের জন্য কি হবে সে বিষয়ে স্পষ্ট ভাবে কিছুই জানাননি প্রধানমন্ত্রী।

ইতিমধ্যেই দুটি করোনা টিকাকে ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় সরকার। এরপর মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক শেষে প্রধানমন্ত্রী বলেন, ‘করোনার বিরুদ্ধে লড়াইয়ে একসঙ্গে লড়ছে কেন্দ্র-রাজ্য। বিশ্বের অন্য দেশের চেয়ে ভারতের পরিস্থিতি ভাল। পরিস্থিতি ভাল হলেও, দায়িত্বজ্ঞানহীন হলে হবে না।’ পাশাপাশি তিনি আরো বলেন, ‘করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভ্যাকসিনের পথে ভারত। ১৬ জানুয়ারি থেকে দেশজুড়ে করোনার টিকাকরণ শুরু হবে। যে ২টি ভ্যাকসিনে অনুমতি, দু’টিই মেড ইন ইন্ডিয়া। আরও ভ্যাকসিন এলে ভবিষ্যতে আরও পরিকল্পনা করা যাবে।‘ পাশাপাশি সকলকে আশ্বস্ত করে তিনি বলেন, ‘দেশবাসীকে ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে যাবতীয় সতর্কতা অবলম্বন করা হবে। ভ্যাকসিনে যাবতীয় সতর্কতা নিয়েছেন বিজ্ঞানীরা। ভারতীয় ২টি ভ্যাকসিন বিশ্বের অন্য টিকার চেয়ে সস্তা।’

আরও পড়ুন:করোনা বিধি মেনেই শিলিগুড়িতে বিশ্ববাংলা শিল্প হাটে মেলা

পাশাপাশি প্রধানমন্ত্রী আরও জানান, ‘প্রথম দফায় করোনা ভ্যাকসিনের ৩ কোটি ডোজের খরচ কেন্দ্র বহন করবে। এক্ষেত্রে রাজ্যগুলিকে খরচ বহন করতে হবে না।’ যদিও এই ৩ কোটি পর সাধারণ মানুষ যখন ভ্যাকসিন নেবেন তার জন্য অর্থ ব্যয় করতে হবে কিনা সে বিষয়ে স্পষ্ট ভাবে কিছুই জানানো হয়নি। যদিও আগামী পরিকল্পনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘টিকাকরণের তথ্য সঠিক সময়ে আপলোড করতে হবে। ভারত যা করছে, অনেক দেশ তা অনুসরণ করবে। পৃথিবীজুড়ে এখনো পর্যন্ত ৫০টি টিকাকরণ শুরু হলেও, পেয়েছেন মাত্র আড়াই কোটি। আগামী কয়েক মাসের মধ্যেই ভারত ৩০ কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে।’

এছাড়াও ভ্যাকসিন নিয়ে যাতে কোনরকম গুজব না ছড়ায় সে জন্য প্রতিটি রাজ্য কে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রয়োজনে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি দেশের ৯টি রাজ্যে বার্ড ফ্লু ছড়ানো প্রসঙ্গেও এদিন উদ্বেগ প্রকাশ করেন তিনি। বিষয়টি নিয়ে যাতে কোনরকম গুজব না ছড়ায় তার জন্য স্থানীয় প্রশাসনকে কড়া নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

Related articles

অচলায়তন ভেঙে মুক্ত চিন্তাভাবনার অঙ্গন হবে বাংলা: রাখি-রিয়াকে শুভেচ্ছা তরুণদের আইকন অভিষেকের

তিনি যুব সমাজের আইকন। তৃণমূলের (TMC) সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ঘিরে সব সময়ই তরুণ প্রজন্মের জনজোয়ার। আর...

পাঁচবারের কাউন্সিলর, তবু নাম উড়ে গেল ভোটার তালিকা থেকে! চাঞ্চল্য খড়দহে

শেষবার এসআইআর হয়েছিল ২০০২ সালে। সেই তালিকায় তাঁর নাম যে ছিল, তার প্রমাণ, সেবার তিনি কাউন্সিলর (councilor) নির্বাচিত...

চেন্নাই ছেড়ে দিচ্ছে জাদেজাকে! জল্পনার মধ্যেই উধাও ইনস্টাগ্রাম প্রোফাইলও

আগামী ১৫ ডিসেম্বর আইপিএলের মিনি নিলাম(IPL Mini Auction 2026) হতে পারে। গত বছরই মেগা নিলাম হয়েছে। ফলে সব...

ইডেনে টি২০ বিশ্বকাপের সেমিফাইনাল! আশার সঙ্গে রয়েছে আশঙ্কাও

টি২০ বিশ্বকাপ নিয়ে ভাবনা শুরু হয়ে গিয়েছে বোর্ডের অন্দরে।  ইতিমধ্যেই প্রাথমিকভাবে কয়েকটি ভেন্যুকে বেছে নিয়েছে বিসিসিআই। বাংলার ক্রিকেটপ্রেমীদের...
Exit mobile version