মহামারির আবহ শিথিল হতেই মদ বিক্রি বাড়ল ৪০০ কোটি টাকা

করোনার ধাক্কায় বেহাল অর্থনীতির মন্দা কাটিয়ে রোজগার বাড়াতে আসরে নেমেছিল রাজ্য । দিশি-বিলিতি মদের মূল্যনীতিতে আমূল বদল এনেছিল আবগারি দফতর। অর্থ দফতরের খবর, মূল্যনীতি বদলের ফলে গত বছরের তুলনায় গত দু’মাসে অতিরিক্ত ৪০০ কোটি টাকার মদ বিক্রি হয়েছে। বৃদ্ধির হার ২৪%। ।
আবগারি দফতর সূত্রে জানা গিয়েছে, কম অ্যালকোহলযুক্ত পানীয়ের দাম কমিয়ে দেওয়াই ছিল সরকারের মূল উদ্দেশ্য। যাতে ওই পানীয়ের প্রতি আকর্ষণ বাড়ে। তাই বিয়ার, ওয়াইনের দাম কমানো হয়েছে। দ্বিতীয়ত, স্কচের মতো উচ্চ মানের দামি মদের দামও কমিয়ে দিয়েছে সরকার। যাতে সর্বোচ্চ গুণমানের বিলিতি মদের বিক্রি বাড়ে। সরকার পদ্ধতি বদলে উৎপাদকদের কাছে ‘এক্স-ডিস্টিলারি প্রাইস’ বা ইডিপি ঘোষণা করতে বলে। তার উপরে কর বসিয়ে আবগারি দফতর মদের বাজারদর ঠিক করেছে। তাতেই রাজস্ব সংগ্রহ ব্যাপক হারে বাড়তে শুরু করেছে বলে জানাচ্ছে নবান্ন।

আবগারি দফতরের হিসেব, ২০১৯ সালের নভেম্বর-ডিসেম্বরে ১৮৪০ কোটি টাকার মদ বিক্রি হয়েছিল। ২০২০-র নভেম্বর-ডিসেম্বরে ২২৭৯ কোটি টাকার মদ বিক্রি হয়েছে। যা গত বছরের তুলনায় ৪৩৯ কোটি টাকা বা ২৪% বেশি। গত বছর এই সময়ে বিয়ার বিক্রি হয়েছিল ৭৮.২৮ কোটি টাকার। এ বার তা বেড়ে হয়েছে ১৫০.৯২ কোটি। বৃদ্ধি ৯৩%।

Previous articleহৃতিক-দীপিকা প্রথমবার একসঙ্গে সেলুলয়েডের পর্দায়
Next articleকরোনা যোদ্ধাদের জন্য ৩ কোটি ভ্যাকসিনের খরচ কেন্দ্র বহন করবে, ঘোষণা মোদির