সোমবার দুপুরে দুই থেকে তিন হলেন বিরাট- অনুষ্কা। প্রত্যাশামতোই এদিন দুপুরে বিরাটকে সন্তান উপহার দেন অনুষ্কা। দুপুরে ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অনুষ্কা। বিরাট নিজেই সোশ্যাল মিডিয়ায় খুশির খবর ফ্যানেদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। মা ও মেয়ে দুজনেই সুস্থ রয়েছেন বলে বিরাট জানিয়েছেন ।
বিরুষ্কার কন্যা সন্তানের জন্মের পরেই তাঁদের অনুরাগীরা শুভেচ্ছা জানাতে শুরু করেন সোশ্যাল মিডিয়ায়। অনুরাগীদের পাশাপাশি দুই তারকার সহকর্মীরাও তাঁদের ভালোবাসা জানাতে শুরু করেছেন।
