Thursday, August 21, 2025

উত্তরবঙ্গ উৎসব নিয়ে উত্তরকন্যায় বৈঠক রবীন্দ্রনাথ ঘোষের

Date:

Share post:

আগামী ১লা ফেব্রুয়ারী থেকে ১০ই ফেব্রুয়ারী পর্যন্ত উত্তরবঙ্গের ৮টি জেলাকে নিয়ে অনুষ্ঠিত হতে চলেছে ২০২১-এর উত্তরবঙ্গ উৎসব। এই উত্তরবঙ্গ উৎসবের প্রস্তুতিকে নিয়ে রাজ্য সরকারের শাখা সচিবালয় উত্তরকন্যায় বৈঠক করলেন উত্তরবঙ্গের উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ (Rabindranath Ghosh)। বৈঠকে উপস্থিত ছিলেন এস. জে. ডি. এর চেয়ারম্যান বিজয় চন্দ্র বর্মন (Bijay Chandra Barman)। এছাড়াও উপস্থিত ছিলেন সাংসদ শান্তা ছেত্রী (santa Chetri), পুলিশ সুপার, উত্তরবঙ্গের ৮টি জেলার জেলাশাসক এবং তথ্য ও সংস্কৃতি বিভাগের আধিকারিকবৃন্দ।

বৈঠকের পর উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ (Rabindranath Ghosh) বলেন, “উত্তরবঙ্গ উৎসব ২০২১ আজকে ৮টি জেলা নিয়ে এবং ডি. আই. সি. ও থেকে শুরু করে খুব ঘনিষ্ট ও এন. বি. ডি. টি র আধিকারিকদের নিয়ে আজকের এই বৈঠক হল। আগামী ১লা ফেব্রুয়ারী থেকে ১০ ই ফেব্রুয়ারীর মধ্যে এই উত্তরবঙ্গ উৎসবের সমস্ত অনুষ্ঠানগুলি সম্পূর্ন হবে। প্রত্যেক জেলায় দুটি করে জায়গা থাকবে। একটি জায়গা হবে জেনারেল জায়গায় ডিস্ট্রিক হেড কোয়ার্টার বা তার আশেপাশে কেন্দ্রীয় ভাবে, আর একটি আদিবাসী অধ্যুষিত এলাকায়, আদিবাসী সংস্কৃতি ও জেলা সংস্কৃতিকে তুলে ধরার জন্য জায়গা হবে। প্রত্যেক বছরের মতো এবছরও আটটি জেলার নয়জন বিশিষ্টব্যক্তির মধ্যে একজন বিশিষ্টব্যক্তিকে, বিশেষ করে যারা খেলাধূলা, জনসেবামূলক কাজের সঙ্গে জড়িত রয়েছেন, এছাড়া দার্জিলিং জেলার একজন একজন দুই জন, যেহেতু পাহাড় ও সমতল আলাদা রয়েছে, তাদের বঙ্গরত্ন সম্মানে সম্মানিত করা হবে। এছাড়া প্রত্যেক জেলায় যে বিধানসভা কেন্দ্র রয়েছে সেই বিধানসভার প্রত্যেক কেন্দ্র থেকে একজন করে গরিব মেধাবীসম্পন্নদের দশ হাজার টাকা করে স্কলারশিপ করে দেওয়া হবে”। প্রত্যেক জেলায়, প্রত্যেক জায়গায় বা শিলিগুড়িতে যে বসে আঁকো প্রতিযোগিতা হয় করোনার জন্য তা এবার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া এবছর কলকাতা বা বাইরের কোনো শিল্পী আনা হবে না। উত্তরবঙ্গের যারা শিল্পীগন রয়েছে এবং তাদের মাধ্যমে যে সৃ্ষ্টি-সংস্কৃতি রয়েছে তাই তুলে ধরা হবে বলে জানিয়ছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ (Rabindranath Ghosh)।

আরও পড়ুন- আঁখো দেখি: হাতেখড়িতেই ফ্লপ-শো, শোভন-বৈশাখীর সভায় দর্শকাসনে ফাঁকা চেয়ার!

Advt

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...