Friday, November 14, 2025

কয়লা পাচারকাণ্ড: সকাল থেকে দুর্গাপুর, রানিগঞ্জ, আসানসোল-সহ ১০ জায়গায় CBI তল্লাশি

Date:

কয়লা পাচারকাণ্ডে (Coal Smuglling) কোমর বেঁধে নেমেছে সিবিআই (CBI)। আজ, বুধবার সকাল হতেই ফের তল্লাশি অভিযান (Raid) শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সঙ্গে রয়েছে সিআইএসএফ (CISF) জওয়ানরা।

মূলত দুর্গাপুর (Durgapur), রানিগঞ্জ (Rangunia), আসানসোল (Asansol)-সহ ১০টি জায়গায় তল্লাশি চালাচ্ছে সিবিআই। জানা গিয়েছে, ৭৫ জন অফিসার পাঁচটি দলে ভাগ হয়ে একই সময়ে তল্লাশি অভিযান শুরু করেন। ব্যবসায়ী বিনয় মিশ্র এবং কয়লা পাচারকাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাজি (Anup Majhi) ওরফে লালার (Lala) ঘনিষ্ঠ সহযোগীদের বাড়িতে একযোগে তল্লাশি চালাচ্ছে সিবিআই।

উল্লেখ্য, এর আগে গত ১১ জানুয়ারি কয়লা পাচারকাণ্ডে রাজ্যজুড়ে অভিযান চালায় ইডি। ১২টিরও বেশি জায়গায় একযোগে তল্লাশি অভিযান করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বিশাল দল। কলকাতার একাধিক জায়গায় এদিন সকাল থেকেই এই অভিযান শুরু হয়ে যায়। বড়বাজারে সঞ্জয় সিংয়ের বাড়িতে হানা দেন তাঁরা।

এ ছাড়াও লেকটাউন, হুগলি, উত্তর চব্বিশ পরগনা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে তল্লাশি হয়। বাঙুর অ্যাভিনিউয়ে গণেশ বাগাড়িয়ার বাড়িতেও এদিন হানা দেয় ইডি। যদিও তাঁর ফ্ল্যাট তালা বন্ধ। কারোর দেখা মেলেনি সেখানে। কবে, কোথায় গেছেন বাড়ির লোকজন, প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করে তা জানার চেষ্টা চালাচ্ছেন ইডি অফিসাররা। এ ছাড়াও আরও অনেকেরই বাড়িতে তল্লাশি চলছে। সিবিআইয়ের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই অভিযান বলে খবর ইডি সূত্রে।

 

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version