পৌষ সংক্রান্তিতে শীতের দাপট বাড়ল উত্তরে, সিকিমে তাপমাত্রা নামল মাইনাস চার ডিগ্রিতে

পৌষ সংক্রান্তিতে জমিয়ে ঠান্ডা পড়েছে শিলিগুড়িতে (Siliguri)। লাগোয়া রাজ্য সিকিমের সবচেয়ে উঁচু এলাকা নাথু লায় (Nathu la) তাপমাত্রা মাইনাস চার ডিগ্রি সেলসিয়াস। রাস্তা পুরু বরফে মোড়া। সিকিমের ছাঙ্গু-নাথু লার রাস্তায় আপাতত পর্যটকদের যান চলাচল প্রায় বন্ধ। যতটুকু চলছে তাও সামরিক বাহিনীর বিশেষ অনুমতি নিয়ে। সিকিমের কয়েকটি এলাকার বৃষ্টি (Rain) হচ্ছে।

সমতল শিলিগুড়ি এবং দার্জিলিং (Darjeeling), কালিম্পঙে (Kalimpong)ও মিলেছে বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী ২৪ ঘণ্টা উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। শিলিগুড়িতেও কয়েক পশলা বৃষ্টি হতে পারে। ইতিমধ্যেই ভুটান লাগোয়া এলাকায় অল্পবিস্তর বৃষ্টি হয়েছে। জয়গাঁতে ঝিরঝিরে বৃষ্টিতে শীত বেড়েছে।
দার্জিলিঙের পাহাড়ি অঞ্চলে, কার্শিয়াঙের রাস্তা সকাল থেকেই ঘন কুয়াশার আড়ালে চলে গিয়েছে। পাহাড়ের পথে গাড়িও কম চলছে। শিলিগুড়িতেও কনকনে ঠান্ডা জনজীবন কিছুটা বিপর্যস্ত। তবে কিছুক্ষণের জন্য হলেও শিলিগুড়িতে সূর্যের দেখা মিলেছে।

আরও পড়ুন:বাংলায় দ্রুত আসন-রফা সেরে জোটের প্রচার চান সোনিয়া

Advt

Previous articleবাংলায় দ্রুত আসন-রফা সেরে জোটের প্রচার চান সোনিয়া
Next articleধাক্কা অব্যাহত, এবার স্থায়ীভাবে ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ করল স্ন্যাপচ্যাট