Thursday, November 13, 2025

বাংলায় ‘ফিরলেন’ মুকুল রায়, সঙ্গে স্বপন দাশগুপ্তও

Date:

‘ফিরলেন’ মুকুল রায়৷ ‘এলেন’ স্বপন দাশগুপ্ত’ও৷

নির্বাচন কমিশন শুক্রবার পশ্চিমবঙ্গের যে চূড়ান্ত ভোটার তালিকা (WB Voters List) প্রকাশ করেছে, সেই তালিকায় নাম রয়েছে বিজেপি’র (BJP) সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়ের (Mukul Roy)৷ তাঁর নাম রয়েছে উত্তর ২৪ পরগণার বীজপুর বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায়৷

বিজেপি’র আর এক নেতা, সাংসদ স্বপন দাশগুপ্ত’র (Swapan Dasgupta) নাম এতদিন ছিলো দিল্লির ভোটার তালিকায়৷ এবার তাঁর নামও বাংলার ভোটার তালিকায় ঠাঁই পেয়েছে।

সাম্প্রতিক প্রায় প্রতিটি নির্বাচনেই মুকুল রায়ের নামে নির্বাচন কমিশনে অভিযোগ জমা পড়েছে, তিনি এই রাজ্যের ভোটারই নন, তাহলে এ রাজ্যের কোনও নির্বাচনে তাঁর মাথা গলানো আইনবিরুদ্ধ৷ একুশের হাইভোল্টেজ বিধানসভা নির্বাচনের মুখে সেই অভিযোগ তোলার পথ একদম বন্ধ করলেন মুকুল রায়৷

বাংলার আসন্ন বিধানসভার নির্বাচনকে বিজেপি কার্যত ‘বিশ্বযুদ্ধ’ হিসেবেই দেখছে৷ এ যুদ্ধ জিততে কোনও ঝুঁকি নিতে রাজি নয়৷ আসন্ন নির্বাচন বৈতরণী পার হতে বিজেপি অনেকটাই ভরসা করছে মুকুল রায়ের উপর৷ তাই মুকুলের বিরুদ্ধে যদি এমন অভিযোগ এবারও ওঠে এবং সেই অভিযোগকে গুরুত্ব দিয়ে ভোটবাজারে মুকুল রায়ের সক্রিয় উপস্থিতিতে নিষেধাজ্ঞা জারি করে, তাহলে বিপাকে পড়বে বিজেপি৷ তাই কোনও ঝুঁকি না নিয়ে মুকুলকে বাংলার ভোটার হিসেবে ফেরত পাঠালো গেরুয়া-ব্রিগেড৷

ওদিকে স্বপন দাশগুপ্তকেও সম্ভবত অন্য কোনও অঙ্কে আপাতত বাংলার ভোটার বা ‘ভূমিপুত্র’ বানিয়ে রাখলো বিজেপির শীর্ষনেতৃত্ব৷

আরও পড়ুন- মোদি-অমিতের রাজ্য সফর নিশ্চিত করল বঙ্গ বিজেপি

Related articles

নভেম্বরেই চার বিশেষ দিন! গোয়েন্দা গাফিলতিতে দেশের চার শহর বিপদে

মাত্র সাত মাস। তার মধ্যে দেশের দ্বিতীয় জঙ্গি হামলা। বুক ফুলিয়ে অপারেশন সিঁদুরের প্রচার চালানো বিজেপি নেতাদের নাকের...

ব্যাটিং মহড়ায় মগ্ন অধিনায়ক, ‘চ্যালেঞ্জ সামলে’ ইডেনে নামছেন প্রিন্স

বিরাট কোহলি, রোহিত শর্মারা টেস্ট ক্রিকেট থেকে অতীত হয়ে হয়ে গিয়েছেন। তারকা প্রথায় চলা ভারতীয় দলের প্রিন্স এখন...

জিতলেও বিজয় মিছিল নয়! বিহার নির্বাচনের ফলাফলের আগে কমিশনকে টানতে হল লাগাম

নির্বাচন প্রক্রিয়া জুড়ে অশান্তি বারবার মাথাচাড়া দিয়েছে নীতীশ কুমারের বিহারে। বারবার আক্রান্ত হয়েছে বিরোধী দলের নেতা-কর্মী এমনকি প্রার্থীরাও।...

KIFF: এক সপ্তাহের ফিল্মোৎসবের আজ সমাপ্তি, সিনে দশমীতে চলচ্চিত্র প্রাঙ্গণে শিল্পী সম্বর্ধনা

সংস্কৃতির শহর কলকাতার আনাচে-কানাচে সিনেপ্রেমী উৎসাহীদের আজ মন খারাপ। গত ৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া এক সপ্তাহব্যাপী ৩১-তম...
Exit mobile version