এসসি ইস্টবেঙ্গলের মুকুটে নয়া পালক। ব্রিটেনের প্রথম সারির সংবাদপত্র ‘ডেইলি মেল’-এর শিরোনামে জায়গা করে নিয়েছে এসসি ইস্টবেঙ্গল। নেপথ্যে রবি ফাওলার। রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগে নামছে লিভারপুল ও ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ম্যাচে ‘ডেইলি মেল’-এর বিশেষজ্ঞ হিসেবে মতামত জানান লাল-হলুদ কোচ ফাওলার। তাঁর পরিচয় দিতে গিয়ে ডেইলি মেল শিরোনাম করেছে, ‘ইস্টবেঙ্গল’স নিউ বস’।