টিকাকরণ অভিযানের প্রথম দিনেই ডাহা ফেল কেন্দ্রের অ্যাপ

টিকাকরণ অভিযানের প্রথম দিনেই ডাহা ফেল কেন্দ্রের অ্যাপ । সফ্টওয়্যারের সমস্যার কারণে রাজ্যে কার্যকর হল না ‘কো-উইন’ অ্যাপ। পরিস্থিতি সামাল দিতে বিকল্প ব্যবস্থা করতে হল রাজ্য স্বাস্থ্য দফতরকে।
করোনা টিকাকরণ কেন্দ্রগুলিতে হাতেকলমে শুরু হয়েছে তথ্য সংগ্রহ, নথিভুক্তকরণ ও পরীক্ষার কাজ।
করোনা টিকা যাঁরা নেবেন  ‘কো-উইন’ অ্যাপের মাধ্যমে তাঁদের নাম নথিভুক্ত করতে হবে বলে আগেই জানিয়েছিল কেন্দ্র। এমনকি টিকাকরণের সূচনায় শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও জানন সে কথা। কিন্তু প্রচারই সার।কিন্তু সফ্‌সফটওয়্যারের সমস্যার কারণে প্রথম দিনের টিকাকরণ কর্মসূচিতে খুললই না অ্যাপ।
টিকা প্রাপকের নাম, ঠিকানা, বয়স, ফোন নম্বর-সহ নানা তথ্য এই অ্যাপের মাধ্যমেই সংরক্ষিত রাখা হবে বলে জানানো হয়েছিল। শেষপর্যন্ত আসরে নামতে হল
রাজ্য স্বাস্থ্য দফতরকে। তারা জানিয়েছে , শনিবার যাঁদের করোনা প্রতিষেধক দেওয়া হয়েছে, তাঁরা মূলত কোভিড-১৯ যোদ্ধা। তাই আগে থেকেই তাঁদের সম্পর্কিত তথ্য সংরক্ষিত ছিল। টিকা দেওয়ার আগে স্বাস্থ্য দফতর নিযুক্ত ভলান্টিয়ার অফিসার (ভিও)-রা তা মিলিয়ে দেখেছেন। ওই তথ্যপঞ্জি সংক্রান্ত ‘হার্ড কপি’ স্বাস্থ্য ভবনে পাঠিয়ে দেওয়া হবে।

Previous article“টিকা নিন, করোনামুক্ত জীবনযাপন করুন”, বার্তা ফিরহাদ হাকিমের
Next articleশাহি-ভবনে ভোট- বৈঠক,কেন্দ্রীয় নেতাদের রিপোর্ট দেখে বঙ্গে প্রচার-কৌশল চূড়ান্ত