বিশ্বের বৃহত্তম কোভিড টিকাকরণের সূচনা মোদির হাতে

করোনা অতিমারি (corona pandemic) রুখতে বিশ্বের বৃহত্তম টিকাকরণ (vaccination) কর্মসূচির সূচনা হল শনিবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (narendra modi) ভার্চুয়াল কনফারেন্সে আজ দেশজুড়ে কোভিড টিকাকরণ (covid vaccination) কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করলেন। ইতিমধ্যেই চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, সেনা, পুলিশ, সাফাইকর্মী, অসুস্থ প্রবীণ নাগরিক সহ ৩ কোটি মানুষকে জরুরি ভিত্তিতে টিকাদানের লক্ষ্য নেওয়া হয়েছে। এজন্য দুটি ভ্যাকসিনকে দ্রুত ছাড়পত্র দিয়েছে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (DCGI)। এই দুটি ভ্যাকসিন হল অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড ও ভারত বায়োটেক ও আইসিএমআরের কোভ্যাক্সিন। গত এক বছর ধরে করোনাভাইরাস অতিমারির সংকটে লক্ষাধিক মানুষের মৃত্যুর পর ভ্যাকসিনের প্রতীক্ষায় ছিল দেশবাসী। অবশেষে আজ ভারতে তার সূচনা হল।

সারা দেশের ৩,০০৬টি কেন্দ্রে চলবে টিকাকরণ। তার মধ্যে পশ্চিমবঙ্গে মোট ২১২টি টিকাকরণ কেন্দ্র করা হয়েছে। প্রতি কেন্দ্রে প্রতিদিন ১০০ জনকে করোনার ভ্যাকসিন দেওয়া হবে। যে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নাম টিকা তালিকায় নথিভুক্ত হয়েছে, তাঁদেরই এদিন টিকা দেওয়া হবে। দেশের ৭০০ জেলায় প্রায় দেড় লক্ষ কর্মীকে টিকাকরণের জন্য বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সারা দেশে দুই পর্যায়ে চলেছে টিকাকরণের মহড়া বা ড্রাই রান। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডা. হর্ষ বর্ধন বলেন, প্রথমদিন দেশের ৩ লক্ষ স্বাস্থ্যকর্মীর টিকাকরণের সঙ্গেই কোভিড-১৯-কে শেষ করার অভিযান শুরু হবে।

আরও পড়ুন : দেশে করোনার টিকাকরণের সূচনা মোদির

Advt

Previous articleঅভিষেকের প্রশংসা, তৃণমূলে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দিয়ে শতাব্দীর পোস্ট
Next articleক্রমশই কি কমছে রাজ্যের প্রাক্তন স্বরাষ্ট্র সচিবের গুরুত্ব?