Saturday, August 23, 2025

অরুণাচলের অন্দরে গ্রাম বানিয়েছে চিন, স্যাটেলাইট চিত্রে চাঞ্চল্যকর তথ্য

Date:

উত্তর-পূর্ব ভারতের লাদাখ সীমান্তে(Ladakh border) গত কয়েক মাস ধরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি জারি রয়েছে ভারত ও চিনের মধ্যে। সেই আবহের মাঝেই এবার প্রকাশ্যে এল আরও এক চাঞ্চল্যকর তথ্য। সম্প্রতি সর্ব ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির তরফে এক স্যাটেলাইট চিত্র(satellite image) প্রকাশ করে দাবি করা হয়েছে ভারতের অন্দরে অরুণাচল প্রদেশে(Arunachal Pradesh) অবৈধভাবে একটি গ্রাম বানিয়ে ফেলেছে প্রতিবেশী চিন(China)। নিশ্চিত ভাবেই এই তথ্য নয়াদিল্লির(New Delhi) কপালে ভাঁজ ফেলার জন্য যথেষ্ট।

শুধু লাদাখ নয় অরুনাচল প্রদেশ নিয়ে ভারত ও চিনের মধ্যে দীর্ঘদিন ধরেই সংঘাত রয়েছে। অরুণাচল প্রদেশকে নিজেদের দেশের অংশ বলে দাবি করে চিন প্রশাসন। এমনকি এখানে ভারতের কোনও রাষ্ট্রনেতা সফর করলে তারও বিরোধিতা করতেও দেখা যায় বেজিংকে। এমন অবস্থার মাঝেই সাম্প্রতিক যে ছবি প্রকাশে এসেছে সেখানে দেখা গিয়েছে, ভারতের অন্দরে অরুণাচলে চিনের তৈরি ওই গ্রামে ১০১টি বাড়ি তৈরি হয়েছে। এনডিটিভি তরফে দাবি করা হয়েছে, ওই স্যাটেলাইট চিত্রটি ১ নভেম্বর ২০২০ সালে নেওয়া।

আরও পড়ুন:মতুয়ারা কবে নাগরিকত্ব পাবেন? কেন্দ্রকে ফের প্রশ্ন শান্তনু ঠাকুরের

শুধু তাই নয় সংবাদ মাধ্যম এনডিটিভি দাবি করেছে, ওই স্যাটেলাইট চিত্র হাতে পাওয়ার পর একাধিক বিশেষজ্ঞের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছিল তারা। এবং সকলেই মেনে নিয়েছেন এই গ্রাম অরুণাচল প্রদেশের অন্দরে অবস্থিত। তথ্য বলছে চিনের তৈরি এই গ্রামটি অরুণাচলের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে ৪.৫ কিলোমিটার ভেতরে ভারতে অবস্থিত। স্বাভাবিকভাবেই লাদাখ ছাড়িয়ে এবার অরুণাচলের চিনের এহেন আগ্রাসনে নিশ্চিত ভাবেই চাপে মোদি সরকার।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version