Thursday, November 13, 2025

অরুণাচলের অন্দরে গ্রাম বানিয়েছে চিন, স্যাটেলাইট চিত্রে চাঞ্চল্যকর তথ্য

Date:

উত্তর-পূর্ব ভারতের লাদাখ সীমান্তে(Ladakh border) গত কয়েক মাস ধরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি জারি রয়েছে ভারত ও চিনের মধ্যে। সেই আবহের মাঝেই এবার প্রকাশ্যে এল আরও এক চাঞ্চল্যকর তথ্য। সম্প্রতি সর্ব ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির তরফে এক স্যাটেলাইট চিত্র(satellite image) প্রকাশ করে দাবি করা হয়েছে ভারতের অন্দরে অরুণাচল প্রদেশে(Arunachal Pradesh) অবৈধভাবে একটি গ্রাম বানিয়ে ফেলেছে প্রতিবেশী চিন(China)। নিশ্চিত ভাবেই এই তথ্য নয়াদিল্লির(New Delhi) কপালে ভাঁজ ফেলার জন্য যথেষ্ট।

শুধু লাদাখ নয় অরুনাচল প্রদেশ নিয়ে ভারত ও চিনের মধ্যে দীর্ঘদিন ধরেই সংঘাত রয়েছে। অরুণাচল প্রদেশকে নিজেদের দেশের অংশ বলে দাবি করে চিন প্রশাসন। এমনকি এখানে ভারতের কোনও রাষ্ট্রনেতা সফর করলে তারও বিরোধিতা করতেও দেখা যায় বেজিংকে। এমন অবস্থার মাঝেই সাম্প্রতিক যে ছবি প্রকাশে এসেছে সেখানে দেখা গিয়েছে, ভারতের অন্দরে অরুণাচলে চিনের তৈরি ওই গ্রামে ১০১টি বাড়ি তৈরি হয়েছে। এনডিটিভি তরফে দাবি করা হয়েছে, ওই স্যাটেলাইট চিত্রটি ১ নভেম্বর ২০২০ সালে নেওয়া।

আরও পড়ুন:মতুয়ারা কবে নাগরিকত্ব পাবেন? কেন্দ্রকে ফের প্রশ্ন শান্তনু ঠাকুরের

শুধু তাই নয় সংবাদ মাধ্যম এনডিটিভি দাবি করেছে, ওই স্যাটেলাইট চিত্র হাতে পাওয়ার পর একাধিক বিশেষজ্ঞের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছিল তারা। এবং সকলেই মেনে নিয়েছেন এই গ্রাম অরুণাচল প্রদেশের অন্দরে অবস্থিত। তথ্য বলছে চিনের তৈরি এই গ্রামটি অরুণাচলের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে ৪.৫ কিলোমিটার ভেতরে ভারতে অবস্থিত। স্বাভাবিকভাবেই লাদাখ ছাড়িয়ে এবার অরুণাচলের চিনের এহেন আগ্রাসনে নিশ্চিত ভাবেই চাপে মোদি সরকার।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version