Thursday, November 13, 2025

শপথগ্রহণের প্রথম দিনেই ট্রাম্পের চাপানো একাধিক নীতি বাতিল করবেন বাইডেন

Date:

Share post:

আমেরিকার প্রেসিডেন্ট(American president) পদে শপথ গ্রহণের প্রথম দিনই একাধিক গুরুত্বপূর্ণ স্বাক্ষর করতে চলেছেন জো বাইডেন(Joe Biden)। জানা গিয়েছে ডোনাল্ড ট্রাম্পের(Donald Trump) চাপানো একাধিক নীতিকে ছুঁড়ে ফেলে দিতে রাষ্ট্রপতি হিসেবে প্রথম কার্য দিবসে এক ডজনেরও বেশি নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন তিনি। এগুলোর মধ্যে রয়েছে ট্রাম্পের চাপিয়ে দেওয়া বিশ্বের সাতটি মুসলিমপ্রধান দেশের নাগরিকদের আমেরিকা ভ্রমণের ওপর জারি করা নিষেধাজ্ঞা। ক্ষমতায় এসে সবার আগে এই নিষেধাজ্ঞা বাতিল করবেন বাইডেন। পাশাপাশি পুনরায় প্যারিস জলবায়ু চুক্তি তিনি ফিরতে চান বলে জানা গিয়েছে।

বাইডেন মনোনীত হোয়াইট হাউসের চিফ অব স্টাফ রন ক্লেইনের এক নথি থেকে জানা গিয়েছে, প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে বসে কাজের প্রথম দিনে যে এক ডজনেরও বেশি নির্বাহী চুক্তি বাইডেন স্বাক্ষর করবেন তার মধ্যে মুসলিম নীতি ও প্যারিস জলবায়ু চুক্তি ছাড়াও রয়েছে আরও একাধিক বিষয়। যেমন, করোনা ভাইরাস মহামারির সময় শিক্ষার্থীদের বিতাড়ন ও ঋণ স্থগিত সংক্রান্ত ট্রাম্পের আদেশ বাতিল, অভিবাসীদের নাগরিকত্ব দেওয়ার বিষয়, মেক্সিকোর সঙ্গে সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা অবৈধ অভিবাসন প্রত্যাশীদের সন্তানদের সঙ্গে মা–বাবার পুনর্মিলনের ব্যবস্থা করতেও পদক্ষেপ নেবেন মার্কিন প্রেসিডেন্ট। প্রসঙ্গত ২০১৭ সালে আমেরিকার রাষ্ট্রপতি পদে বসার পর ট্রাম্পের তরফে এক নীতি চালু করা হয় যেখানে বলা হয় বিশ্বের সাতটি মুসলিম প্রধান দেশের নাগরিকরা আমেরিকা ভ্রমণ করতে পারবেন না। এই দেশ গুলি হল, ইরান, ইরাক, সিরিয়া, লিবিয়া, সুদান, ইয়েমেন ও সোমালিয়া।

আরও পড়ুন:২০১৯-এ প্রকাশ্যে এলেও চিনে করোনা অনেক আগেই, দাবি উহানের বিজ্ঞানীদের

এছাড়াও ট্রাম্পের শাসনকালে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের দীর্ঘ সময় ধরে যে সমস্যা চলছিলতার দ্রুত সমাধান করার পরিকল্পনা শুরু করেছেন জো বাইডেন।প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে আগামী ২০ জানুয়ারি শপথ নেবেন জো বাইডেন। তার শাসনকালে আমেরিকায় নতুন স্বপ্নের বীজ বপিত হবে বলে আশা করছেন সাধারণ মানুষ।

Advt

spot_img

Related articles

দিল্লির দূষণ পরিস্থিতি ‘অত্যন্ত উদ্বেগজনক’, আইনজীবীদের পরামর্শ সুপ্রিম কোর্টের

এক নাগাড়ে তিন দিন রাজধানীতে দূষণের চিত্রটা বদলাচ্ছে না অনেকবারেই। এই বিষয়ে এবার উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট।...

সলিল স্মৃতিতে প্রকাশিত স্বর্ণমুদ্রা

কিংবদন্তি সুরকার, কবি ও গীতিকার সলিল চৌধুরীর জন্মশতবার্ষিকী উপলক্ষে শহরজুড়ে সুরের উন্মাদনার মাঝেই আজ 'শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স'...

আধার কার্ডকে শিখণ্ডী করে নাম বাদের ফন্দি! আইনি লড়াই – গণআন্দোলনের হুঁশিয়ারি তৃণমূলের 

বিস্ফোরক তথ্য। আধার-কার্ডকে শিখণ্ডী করে ভোটার তালিকা থেকে নাম বাদের ফন্দি চলছে। নেপথ্যে রয়েছে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র। যারা...

KIFF: সমাপ্তির বিষাদ ভুলে চলচ্চিত্র উৎসব প্রাঙ্গণে সিনে দশমীর বর্ণময় অনুষ্ঠানের জৌলুস 

শহরে এসেছিল দেশ বিদেশের ছবি। এক সপ্তাহ ধরে জমল সিনে আড্ডা। নানা ভাষার সিনেমা দেখে উচ্ছ্বসিত সাধারণ দর্শক...