Tuesday, May 6, 2025

নজরে একুশ, আজ ২১-এ নতুন দল ঘোষণা আব্বাস সিদ্দিকির

Date:

Share post:

নজরে একুশ। তাই ২১-কেই বেছে নিলেন ফুরফুরার পিরজাদা আব্বাস সিদ্দিকি (Abbas Siddique)। আজ, বৃহস্পতিবার নিজের দল ঘোষণা করতে চলেছেন আব্বাস। সবকিছু ঠিকঠাক থাকলে এদিন বিকেলেই আনুষ্ঠানিকভাবে নিজের দলের নাম ঘোষণা করতে চলেছেন তিনি।

নিজেকে “কিং মেকার” দাবি করে বিধানসভা ভোটের আগে রাজ্যের রাজনৈতিক জল মাপতেই নিজের দল ঘোষণা করতে চলেছেন পিরজাদা। তবে নিজের দল ঘোষণা করলেও ভোটের ময়দানে একক ভাবে নয়, বরং জোট করেই লড়বেন তা আগেই জানিয়েছেন আব্বাস সিদ্দিকি। তিনি বলেছেন, “আমি কিং মেকার। আমি প্রার্থী তৈরি করি, প্রার্থী হই না।”

আপাতত রাজ্যের ৫০ থেকে ৬০ টি আসন জয়ের লক্ষ্যে ঝাঁপাতে চলেছে আব্বাস সিদ্দিকি। তাঁর দাবি, “এই আসনই বাংলার রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবে। যদি ৫০-৬০টি আসন চলে আসে, তা হলে আমরাই এ রাজ্যের নির্ধারক শক্তি হিসেবে ভবিষ্যৎ ঠিক করব।”

সিদ্দিকি আরও জানিয়েছেন, “যারা আমাদের কথা শুনবে, আমাদের জন্য ভাববে, আমাদের ছেলেমেয়েদের বিনাখরচে পড়ানোর ব্যবস্থা করবে, আমরা তাদের সঙ্গে থাকব।”

এবার রাজ্যের বিধানসভা ভোট (Assembly Election) একেবারেই অন্যরকম। শাসক তৃণমূল কংগ্রেস (TMC) ও মূল প্রতিপক্ষ বিজেপির (BJP) মধ্যে সরাসরি লড়াই থাকলেও আসরে থাকছে বাম-কং (Left Cong Alliance) জোটও। আবার অন্যদিকে আসাদউদ্দিন ওয়াইসি’র মিম (AIMIM) এবার প্রার্থী দিচ্ছে বাংলায়। আব্বাস সিদ্দিকি ভোটের ময়দানে নেমে পড়লে লড়াই আরও জমে যাবে। সব অঙ্ক ওলট-পালট হয়ে যেতে পারে।

রাজ্যে সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর প্রায় ৩০ শতাংশ ভোট রয়েছে। এত ভোট যে কোনও দলের কাছেই গুরুত্বপূর্ণ। এতদিন বাংলার এই সংখ্যালঘু ভোটের সিংহভাগই যেত তৃণমূলের ঝুলিতে। তবে এবারে সেই ভোটে ভাগ বসাতে আব্বাস সিদ্দিকি ও মিম কতটা ফ্যাক্টর হয়, তার উপরই অনেকটাই নির্ভর করছে নবান্ন (Nabanna) দখলের নয়া সমীকরণ।

 

spot_img

Related articles

আজও রাজ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস, উইকেন্ডে চড়বে পারদ!

মঙ্গলে কালবৈশাখীর সম্ভাবনা দক্ষিণবঙ্গ জুড়ে। বিকেলের পর বৃষ্টি (Rain) ভিজতে পারে কলকাতাসহ পার্শ্ববর্তী একাধিক জেলা। বৃহস্পতিবার থেকে হালা...

প্রথম ভারতীয় পুরুষ হিসেবে মেট গালার মঞ্চে শাহরুখ, মন জিতলেন অনুরাগীদের 

তিনি বলিউডের বাদশা, যেখানেই যান সেখানেই আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন। এবার বিশ্বমানের ফ্যাশন ইভেন্ট মেট গালা ২০২৫- এও...

NRI কোটায় মেডিক্যালে ভর্তির তদন্তে সাতসকালে শহর জুড়ে ইডি হানা

মেডিক্যালে ভর্তির দুর্নীতি (Medical scam) নিয়ে তদন্তে মঙ্গলের সকালে কলকাতার একাধিক জায়গায় তল্লাশি অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টটের (ED )আধিকারিকরা।...

টানা ১২ দিন ধরে সীমান্তে গোলাবর্ষণ পাকিস্তানের, কাশ্মীরের নিয়ন্ত্রণরেখার বাড়ছে উত্তেজনা

সীমান্ত সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে একটানা ১২ দিন ধরে ভারতীয় সেনা (Indian Army Camp) ছাউনিকে টার্গেট করে...