Thursday, December 11, 2025

প্রতিশ্রুতি মতো ট্যাবের টাকা পড়ুয়াদের অ্যাকাউন্টে পাঠাল সরকার, নবান্নে ঘোষণা মমতার

Date:

Share post:

ফের পড়ুয়াদের অনলাইনে ক্লাস করার জন্য সহায়তার হাত বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার, নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, ট্যাব অথবা স্মার্টফোন কেনার জন্য বাংলার ৯ লক্ষ পড়ুয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগামী এক সপ্তাহের মধ্যে সরকারি অনুদান ঢুকে যাবে।

করোনা (Corona) পরিস্থিতিতে অনলাইনে ক্লাস চলেছে শিক্ষা প্রতিষ্ঠানে। কিন্তু বহু দরিদ্র পড়ুয়ার ট্যাব (Tab), স্মার্ট ফোন (Smart Phone) না থাকায় লেখাপড়া ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যেই উচ্চ মাধ্যমিক অথবা হাই মাদ্রাসাস্তরের ৯ লক্ষ ছাত্রছাত্রীকে লেখাপড়ায় সহায়তার জন্য ট্যাব দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। কিন্তু একবারে ৯লক্ষ ট্যাব না কিনতে পারায় টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
বৃহস্পতিবার, নবান্ন (Nabanna) থেকে এই ঘোষণার পাশাপাশি পড়ুয়াদের সঙ্গে ভার্চুয়াল কনফারেন্স করেন মুখ্যমন্ত্রী। আগামী সাতদিনের মধ্যে ট্যাব কেনার টাকা ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাতে জমা পড়ে যায়, এ ব্যাপারে সরকারি আধিকারিকদের নির্দেশ দেন। কেউ যাতে এই সুযোগ থেকে বঞ্চিত না হয়, সে বিষয়টি লক্ষ্য রাখতে বলেন।
এদিন পড়ুয়াদের কয়েকজনের সঙ্গে কথাও বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী তাদের পরামর্শ দেন, “স্মার্টফোন বা ট্যাব অত্যন্ত যত্ন করে ব্যবহার করবে। তোমাদের মধ্যে অনেকেই জীবনে প্রতিষ্ঠা লাভ করবে। কিন্তু নিজের মাতৃভূমিকে কখনও ভুলো না”। সবুজ সাথী প্রকল্পে পড়ুয়াদের আরও ২০ লক্ষ সাইকেল দেওয়া হচ্ছে রাজ্য সরকারের তরফে। সেই কাজের প্রস্তুতিও বর্তমানে চূড়ান্ত পর্যায়ে।

আরও পড়ুন- সিরাম ইনস্টিটিউটে অগ্নিকাণ্ডের জেরে মৃত ৫, শোক প্রকাশ আদার পুনাওয়ালার

Advt

spot_img

Related articles

উত্তরে দ্রুত নামছে তাপমাত্রা, দক্ষিণের সর্বনিম্ন উষ্ণতা ১১ ডিগ্রির ঘরে!

রাজ্যজুড়ে শীতের চেনা মেজাজ। বৃহস্পতির সকাল থেকেই দক্ষিণবঙ্গের পারদ পতন অব্যাহত। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (Kolkata Lowest temperature) আজ...

যারা গায়ে হাত দিয়েছে সবাই গ্রেফতার: গীতাপাঠের মাঠে হকার মারধরে ক্ষোভ মুখ্যমন্ত্রীর

খাস কলকাতায় বাঙালির খাদ্যাভ্যাস বদলানোর চেষ্টা বিজেপির মদতপুষ্ট দুষ্কৃতকারীদের। ময়দানে মার খেলেন বাঙালি ফেরিওয়ালারা। নষ্ট করা হল তাঁদের...

ইথানল কারখানা থেকে জমিতে দূষণ ছড়াবে: রাজস্থানে প্রতিবাদী কৃষকদের পুলিশের মার!

এলাকায় ইথানল কারখানা হলে চাষের খেতে দূষণ ছড়াবে। জল দূষিত হবে। দীর্ঘ এক বছর ধরে রাজস্থানের হনুমানগড় জেলার...

গোয়ার নাইট ক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনায় আটক অভিযুক্ত লুথরা ভাইরা: সূত্র 

গোয়া নৈশকালীন রেস্তোরাঁর অগ্নিকাণ্ডের (Goa night club fire incident) ঘটনায় এবার আটক করা হল মূল অভিযুক্ত সৌরভ ও...