Monday, December 29, 2025

নাবালিকাকে ধর্ষণের পর জীবন্ত কবর দেওয়ার চেষ্টা মধ্যপ্রদেশের, গ্রেফতার অভিযুক্ত

Date:

Share post:

মধ্যপ্রদেশের(Madhya Pradesh) ফের একবার নাবালিকাকে ধর্ষণের ঘটনার পর প্রশ্ন উঠতে শুরু করেছে বিজেপি(BJP) শাসিত এই রাজ্যে মহিলাদের নিরাপত্তা(women security) নিয়ে। শিবরাজের রাজ্যের বেতুল জেলায় ১৪ বছর বয়সী এক নাবালিকাকে ধর্ষণের পর তাকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা করা হয়। যদিও কপাল জোরে প্রাণে বেঁচে যায় ওই নাবালিকা। গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্তকে।

জানা গিয়েছে, বেতুলের ওই নির্যাতিতা তাদের চাষের জমিতে জলের পাম্প চালু করতে গিয়েছিল। কিন্তু সন্ধ্যের পরও সে ঘরে না ফেরায় খোঁজ শুরু করে তার বাবা-মা। মেয়ের খোঁজ করে যখন তারা ক্ষেতে পৌঁছায় সেখানে গোঙানির আওয়াজ শুনে এগিয়ে গিয়ে তারা দেখতে পায় এক নালার ভিতর তাকে পুঁতে, পাথর ও কাঁটা চাপা দিয়ে দেওয়া হয়েছে তাকে। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা সন্ধ্যে পাঁচটা নাগাদ বাড়ির বাইরে গিয়েছিল। কিন্তু কয়েক ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরও যখন সে বাড়ি ফেরেনি তখন তার খোঁজ শুরু হয়। এরপর ওই নালা থেকে উদ্ধার করা হয় তাকে। নির্যাতিতার শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। ঘটনার মূল অভিযুক্ত ৩৫ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পস্কো আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন:অবাধ-শান্তিপূর্ণ ভোটের জন্য কমিশনের কাছে দ্রুত কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আবেদন বিজেপির

নির্যাতিতের চিকিৎসার জন্য ইতিমধ্যেই তাকে নাগপুরে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, মধ্যপ্রদেশে এই ঘটনা এমন একটা সময়ে ঘটল যখন মহিলাদের বিরুদ্ধে অপরাধ রুখতে ‘জন জাগরণ’ অভিযান চালাচ্ছে শিবরাজ সিং চৌহান(Shivraj Singh Chauhan) সরকার। এই ঘটনার কিছুদিন আগেই উমরিয়া এলাকায় ১৩ বছরের এক নাবালিকার সঙ্গে গণধর্ষণের ঘটনা ঘটে। গত ৯ জানুয়ারী এই রাজ্যেই ৪৮ বছর বয়সী এক বিধবাকে গণধর্ষণের অভিযোগ ওঠে ৪ জনের বিরুদ্ধে। গত ১১ জানুয়ারি ১৩ বছর বয়সী আরও এক নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের পর হত্যার ঘটনা ঘটে মধ্যপ্রদেশ। স্বাভাবিকভাবেই মধ্যপ্রদেশের একের পর এক ধর্ষণের ঘটনায় প্রশ্ন উঠছে এই রাজ্যে মহিলাদের নিরাপত্তা নিয়ে।

Advt

spot_img

Related articles

অন্ধ্রপ্রদেশে টাটানগর-এর্নাকুলাম এক্সপ্রেসে ভয়াবহ আগুন, পুড়ে ছাই একাধিক কামরা

রবিবার মধ্যরাতে অন্ধ্রপ্রদেশের ইয়ালামানচিল্লিতে টাটানগর-এর্নাকুলাম এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড। ১৫৮ জন যাত্রীবোঝাই ট্রেনে প্যান্ট্রি কারের ঠিক পাশেই দুটি কোচে...

আজ দুর্গা অঙ্গনের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী, ১৭ একরেরও বেশি জমিতে প্রকল্পের সূচনা

নিউটাউনে আজ 'দুর্গা অঙ্গন'-এর শিলান্যাস করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দিঘার জগন্নাথ মন্দির (Jagannath Temple) নির্মাণের...

ভুয়োর রাজ্য যোগীরাজ্য! বাতিল ৩ কোটির বেশি ভোটার

SIR প্রক্রিয়া শুরু হওয়ার আগেই বিজেপির তরফে দাবি করা হয়েছিল, বাংলায় নাকি ‘অনুপ্রবেশকারী’ ভোটারে ভরে গিয়েছে এবং তাই...

স্মৃতি-শেফালিদের দাপটে দুরন্ত জয়, লক্ষ্য এবার হোয়াইটওয়াশ

টি-টোয়েন্টি সিরিজের শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়ের ধারা অব্যাহত রাখল ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Women Team)। সিরিজের চতুর্থ ম্যাচে...