দেশে ফিরেই প্রয়াত বাবাকে শ্রদ্ধা জানালেন মহম্মদ সিরাজ( mohammad siraj)। বৃহস্পতিবারই অস্ট্রেলিয়ার ( Australia ) বিরুদ্ধে দুরন্ত জয় পেয়ে দেশে ফেরে ভারতীয় দল। এদিন দেশে ফিরেই বাবার কবরের সামনে যান সিরাজ।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে যাওয়ার পরই বাবাকে হারান সিরাজ। কিন্তু সেই সময় দেশে না ফিরে দেশের হয়ে কর্তব্য পালন করেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সুযোগ পেয়ে দুরন্ত প্যারফমেন্স করেন সিরাজ। এদিন বাবার সমাধিস্থলে গিয়ে বাবাকে স্মরণ করেন তিনি।
এদিকে বাড়িতে ঢোকার মুহূর্তে রাজকীয় অভ্যর্থনা পান অজিঙ্কে রাহানে(ajinkya rahane)। পুষ্পবৃষ্টি, ব্যান্ড বাজিয়ে রাহানেকে অভ্যর্থনা করেন তাঁর ভক্তরা। মেয়েকে কোলে নিয়ে এদিন ঘরে ঢোকেন রাহানে।

আরও পড়ুন:ইংল্যান্ড টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন জাদেজা
