এবার টিকা নেবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী কার্যালয়ের সূত্রের খবর, ভারতের করোনাভাইরাস টিকাকরণের দ্বিতীয় পর্যায়ে টিকা নেবেন প্রধানমন্ত্রী। গত ১৬ জানুয়ারি থেকে ভারতে করোনা টিকাকরণ অভিযান শুরু হয়েছে। একেবারে শুরুতে প্রথম অগ্রাধিকার গোষ্ঠী অর্থাৎ স্বাস্থ্য পরিষেবা ও অন্যান্য ফ্রন্টলাইন কর্মীদের টিকা দেওয়া হয়েছে। দ্বিতীয় পর্যায়ে টিকা পাওয়ার কথা ৫০ ঊর্ধ্ব বয়সী ও ৫০-এর কম বয়স অথচ কো-মরবিডিটি আছে এমন ব্যক্তিরা। ৭০ বছরের প্রধানমন্ত্রী এই গোষ্ঠীর একজন হিসাবেই টিকা নেবেন ।
গত ২৪ নভেম্বর মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে মোদি জানিয়েছিলেন, কী ভাবে কোন কোন পর্যায়ে কারা ভ্যাকসিন গ্রহণ করবেন। সেই অনুযায়ী, দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী ছাড়াও বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও ভ্যাকসিন নেবেন।
