পদ্ধতিগত বেনিয়মে ইস্তফাপত্র গৃহীত হয়নি, রাজীবকে মন্ত্রিসভা থেকে সরালেন মুখ্যমন্ত্রী

রাজ্য মন্ত্রিসভা থেকে ইস্তফার কথা ঘোষণা করলেও রাজীব বন্দ্যোপাধ্যায়ের (Rajiv Banerjee) পদত্যাগে পদ্ধতিগত ত্রুটি হয়েছে৷ তাই রাজীবের পদত্যাগপত্র গ্রহণ না করে উল্টে তাঁকে মন্ত্রিসভা থেকেই সরালেন (Dismissed) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ (Mamata Banerjee)

নবান্নের(Nabanno) বক্তব্য, কোনও মন্ত্রী পদত্যাগ করলে তাঁর ইস্তফাপত্র প্রথমে পাঠাতে হবে মুখ্যমন্ত্রীর কাছে৷ নিয়ম এমনই৷ কিন্তু রাজীব বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে এই আইন মানা হয়নি৷ রাজীব প্রথমে রাজ্যপালের (Governor) কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছে নবান্ন৷ সেই কারণেই মুখ্যমন্ত্রী রাজীবকে মন্ত্রিসভা থেকে অপসারণ করলেন৷ রাজীব যদিও দাবি করেছেন, কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির অফিসে গিয়ে খোদ মুখ্যমন্ত্রীর অফিসেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পদত্যাগপত্র তুলে দেন তিনি৷ রাজীব আরও দাবি করেছেন, শুক্রবার হরিশ চ্যাটার্জি স্ট্রিটে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ইস্তফাপত্র তুলে দেওয়ার পর তিনি রাজভবনে গিয়েছিলেন৷

রাজভবন থেকে বেরিয়ে নিজের ইস্তফার কথা জানান রাজীব৷ বলেন, আড়াই বছর আগেই ইস্তফা দিতে চেয়েছিলেন তিনি৷ কান্নাতেও ভেঙে পড়েন ডোমজুড়ের বিধায়ক৷

আরও পড়ুন- দলবিরোধী কাজের অভিযোগ, তৃণমূল থেকে বহিষ্কার বৈশালীকে

Advt

Previous articleদলবিরোধী কাজের অভিযোগ, তৃণমূল থেকে বহিষ্কার বৈশালীকে
Next article৫ রাজ্যে বিধানসভা নির্বাচনের পর জুনে কংগ্রেসের সভাপতি নির্বাচন