মতুয়াদের পাশে থাকার আশ্বাস দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর আগেই সভা তৃণমূল নেতৃত্বের

আগামী ৩০ জানুয়ারি ফের বাংলায় জনসভা করতে আসবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।এবার বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরকে নিয়ে ঠাকুরনগরে সভা করবেন তিনি। থাকবেন মতুয়াদের নিয়ে সমাবেশে।ঠাকুরনগরের মতুয়া সমাবেশে যে জনসভা করবেন তিনি, তাতে নাগরিকত্ব আইন নিয়ে মতুয়াদের নাগরিকত্বের ব্যাপারে নিশ্চিত করবেন অমিত শাহ। কেন্দ্রীয় নেতৃত্বের থেকে আশ্বাস পাওয়ার পর মতুয়া মহল যে অনেকটাই নিশ্চিন্ত হতে পারবে সেই আশাই করছেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর।
যদিও স্বরাষ্ট্রমন্ত্রী সভা করার আগেই শুক্রবার মতুয়া অধুষ্যিত বনগাঁ, গোবরডাঙায় মতুয়াদের নিয়ে সভা করলেন তৃণমূল নেতৃত্ব । তাদের আশ্বাস দিলেন মতুয়াদের পাশে থাকার। বাগদা বিধানসভার গাড়াপোতায় ওই সভার আয়োজন করা হয়েছিল । হাজির ছিলেন রাজ্যের তথ্যপ্রযুক্তি মন্ত্রী ব্রাত্য বসু(Brattyo Basu), খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick), সাংসদ সৌগত রায়(Sougata Roy)-সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন , “মতুয়াদের সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়েছে। বনগাঁ উত্তর বিধানসভা আমরাই পাচ্ছি।” এদিন বনগাঁর শিমুলতলা এলাকাতেও বৈঠক করেন তৃণমূল নেতত্ব।

 

 
Previous articleশুরু হল সবলা মেলা
Next articleতৈরি হয়েছে দুয়ারে সরকার প্রকল্পের মেগা কন্ট্রোল রুম