Thursday, December 25, 2025

নেতাজি জয়ন্তীতে ভিক্টোরিয়াতে মুখ্যমন্ত্রীকে অপমান! প্রতিবাদ নুসরাতের

Date:

Share post:

ঐতিহাসিক, ঐতিহ্যবাহী, গর্বের দিনে কলঙ্কিত শহর কলকাতা। বাঙালির কৃষ্টি-সংস্কৃতিকে বুড়ো আঙুল দেখিয়ে সরকারি অনুষ্ঠানে বাংলারই মুখ্যমন্ত্রীকে (CM) অপমান। নেতাজি জন্ম জয়ন্তীর (Netaji Birth Anniversary) কেন্দ্রীয় সরকারি অনুষ্ঠানে কার্যত ডেকে এনে অপমান করা হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর তারই প্রতিবাদে সরব (Protest) হলেন সাংসদ-অভিনেত্রী নুসরাত জাহান (Nusrat Jahan)।

আজ, শনিবার ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকীর সরকারি অনুষ্ঠানে “রাজনৈতিক স্লোগান” ওঠার তীব্র বিরোধিতা জানালেন তৃণমূল সংসদ সদস্য নুসরত জাহান। আজ ট্যুইট করে তিনি এই ঘটনার প্রতিবাদ জানান। টুইটে অভিনেত্রী লেখেন, “এমন ঘটনার আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। স্বাধীনতা সংগ্রামী, দেশপ্রেমিক নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মজয়ন্তীর সরকারি অনুষ্ঠানে রাজনৈতিক ও ধর্মীয় স্লোগান মেনে নেওয়া যায় না।”

উল্লেখ্য, নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিবস উপলক্ষে কলকাতার ভিক্টোরিয়ায় আয়োজিত অনুষ্ঠানে অপমানিত বোধ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধযায় (Mamata Banerjee)। মঞ্চে বক্তব্য রাখার জন্য উঠে দাঁড়ালে দর্শকাসন থেকে “জয় শ্রীরাম” ধ্বনি ওঠে। এতেই ক্ষুব্ধ হয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী বলেন, কাউকে আমন্ত্রণ করে তাঁকে অপমান করা উচিত নয়। এটি কোনও রাজনৈতিক দলের অনুষ্ঠান নয়। এটি সরকারি অনুষ্ঠান। তাই তার কিছু নিয়ম শৃঙ্খলা রয়েছে। তা মেনে চলা উচিত। তাই এদিন তিনি কোনও বক্তব্য রাখবেন না বলেই জানিয়ে দেন ক্ষুব্ধ মমতা।

এই অনুষ্ঠানেই তখন মুখ্যমন্ত্রীর সঙ্গে মঞ্চে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাজ্যপাল জাগদীপ ধনকড়, নেতাজির পরিবারের মানুষজন, অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ, কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে বিশিষ্টজনেরা। সেখানেই এমন ঘটনা পশ্চিমবঙ্গের কৃষ্টি-সংস্কৃতিকে কালিমালিপ্ত করল।

আরও পড়ুন:নেতাজি স্মরণে বিজেপির “জয় শ্রীরাম” অসভ্যতা, প্রতিবাদে ভাষণ দিলেন না মমতা

Advt

spot_img

Related articles

প্রয়াত জঙ্গলমহলের ‘মাস্টারমশাই’ উপেন্দ্র কিস্কু

দীর্ঘ রাজনৈতিক জীবনের ইতি। প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বামনেতা উপেন্দ্র কিস্কু (Upendra Kisku)। বুধবার রাতে বাঁকুড়ার (Bankura)...

সুগন্ধি ব্যবহারেও সমান দক্ষ, বুমরাহের অজানা গুণ প্রকাশ্যে আনলেন সতীর্থ

প্রতিপক্ষ দলের ব্যাটারদের কাছে ত্রাসের নাম জসপ্রীত বুমরাহ (Jaspreet Bumrah)।  আগুনে বোলিং করে বিপক্ষ দলের ব্যাটারদের সাজঘরের পথ...

চরিত্র বদল জমায়েতের: স্বাধীনতা সংগ্রাম মনে করিয়ে BNP-কে পথ দেখালেন তারেক

ধর্ম ও জাতি হিংসার পথ থেকে সরে আসতে বাংলাদেশকে কতটা পথ দেখাতে পারবে বিএনপি তা আগামী সময় বলতে...

ঝাড়খণ্ডের সাফল্যে রয়েছে ক্যাপ্টেন কুলের মস্তিস্ক! জানুন নেপথ্যের ঘটনা

কয়েকদিন আগেই সৈয়দ মুস্তাক আলি ট্রফি(Syed Mushtaq Ali Trophy.) জিতেছে ঝাড়খন্ড(Jharkhand)। ঈশান কিষানের নেতৃত্বে দুরন্ত পারফরম্যান্স করেছে ঝাড়খণ্ড...