Monday, December 8, 2025

মন্ত্রিত্ব ছাড়তেই সৌগত-শতাব্দীর নিশানায় রাজীব

Date:

Share post:

শুভেন্দু অধিকারী, লক্ষীরতন শুক্লর পর শুক্রবার মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিলেন রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। বেশ কিছুদিন ধরেই ‘বেসুরো’ ছিলেন বনমন্ত্রী। আজ মন্ত্রী পদে ইস্তফা দিলেন। এবার কি তিনি বিজেপিতে যোগ দেবেন? সেই বিষয়ে জল্পনা বাড়ছে। যদিও রাজীব বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে কোনও কথা বলেননি। রাজীব বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা নিয়ে তাঁকে কটাক্ষ করেছেন সৌগত রায় থেকে শতাব্দী রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা।

রাজীব বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রীত্ব ত্যাগের পর তাঁকে কটাক্ষ করেন তৃণমূল নেতা সৌগত রায়। রাজীবকে কটাক্ষ করে সৌগত বলেন, ‘রাজীব বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার বৈঠক থাকছিলেন না। কাজ না করে ফেসবুক লাইভ করছিলেন। ফেসবুক লাইভে যে কথাগুলি বলেছেন, সেটা দলের বিরুদ্ধে গিয়েছে। এই কথাগুলি তো মন্ত্রিসভায় বলতে পারতেন রাজীব। দলের তরফে বোঝানোর বোঝানোর চেষ্টা হয়েছে। পার্থ চট্টোপাধ্যায় বহুবার কথা বলেছেন। না বুঝলে কী আর করব! দলের তরফে ব্য়বস্থা নিতেই হতে, নিজেই পদত্যাগ করেছেন। ভালোই হয়েছে।’ একই ভাবে রাজীবের বিরুদ্ধে বলতে ছাড়েননি তৃণমূল সাংসদ শতাব্দী রায়ও। তাঁর স্পষ্ট প্রতিক্রিয়া, অভিযোগ থাকলে দলের মধ্যে থেকেই মিটিয়ে ফেলা উচিৎ। যে এইভাবে ভোটের আগে দল ছাড়া বা দলকে বিপদে ফেলে, তাকে ‘গদ্দার’ বা ‘মিরজাফর’ বলাটাই শ্রেয়।

আরও পড়ুন- সবচেয়ে ভাল প্রস্তাবটাই দিয়েছে কেন্দ্র, বল এখন কৃষকদের কোর্টে : তোমর

Advt

spot_img

Related articles

শুরু ২৫তম নাট্যমেলা, উদ্বোধনে মন্ত্রী ইন্দ্রনীল – অরূপ – ব্রাত্য

রবিবার সন্ধ্যায় কলকাতার রবীন্দ্রসদনে পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির উদ্যোগে শুরু হলো ২৫তম নাট্যমেলা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের তিন...

প্রয়াত চলচ্চিত্রের যুগান্তরের সাক্ষী কল্যাণ চট্টোপাধ্যায়, শোকের ছায়া টলিউডে

প্রয়াত বাংলা চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়। দীর্ঘদিন ধরে একাধিক রোগে আক্রান্ত ছিলেন তিনি। রবিবার রাতে হাসপাতালেই প্রয়াত...

জৌলুসহীন সুপার কাপের ফাইনাল, ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়েও দিশাহীন কল্যাণ

রবিবার গোয়াতে সুপার কাপের (Super Cup) ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ও এফসি গোয়া।  সুপার কাপ (Super Cup)...

ট্রফি জয়ের স্বপ্নভঙ্গ ইস্টবেঙ্গলের, সুপার কাপ চ্যাম্পিয়ন এফসি গোয়া

সুপার কাপে(Super Cup) চ্যাম্পিয়ন এফসি গোয়া(FC Goa)। ফাইনালে ইস্টবেঙ্গেলর (East bengal)  বিরুদ্ধে নাটকীয়ভাবে টাইব্রেকারে ৬-৫ ফলে জয়ী গোয়া।...