বস্তা ভর্তি পোড়া টাকা উদ্ধার কালীঘাট থেকে, এলাকায় চাঞ্চল্য

কালীঘাটের (Kalighat) মুখার্জি ঘাট সংলগ্ন এলাকা থেকে উদ্ধার বস্তা ভর্তি পোড়া টাকা। ঘটনাস্থলে উৎসাহী মানুষের ঢল। ইতিমধ্যে সেখানে পৌঁছেছে কালীঘাট থানার পুলিশ (Kalighat Police Station)। পোড়া টাকার মধ্যে যদি কোনও ভালো টাকা থাকে, তাই খুঁজতে ব্যস্ত স্থানীয়রা। ১০টাকা, ২০ টাকা, ৫০ টাকা ও ১০০ টাকা এবং ৫০০ টাকার নোটও রয়েছে বলে জানা যাচ্ছে।

সূত্রের খবর, এদিন একটি বস্তা আগুনে পুড়তে দেখেন স্থানীয়রা। সেই সময় তাঁদের সন্দেহ হলে তাঁরা বস্তার সামনে গিয়ে দেখেন টাকা রয়েছে বস্তার ভিতর। বস্তার মধ্যে ১০, ২০, ৫০, ১০০ , ৫০০ টাকার পাশাপাশি ছিল এক টাকার নোটও। এরপর তারা আগুন নেভানোর চেষ্টা করেন। তারমধ্যে পুড়ে গিয়েছিল অধিকাংশ নোটই। অবশিষ্ট টাকাগুলি বাছাই করে একটি ব্যাগে ভরার চেষ্টা করেন স্থানীয়রাই। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পোড়া টাকার ব্যাগটি বাজেয়াপ্ত করে কালীঘাট থানার পুলিশ।

কোথা থেকে এল এই টাকা, টাকা পোড়ানোর চেষ্টাই বা কে করল, এই সব প্রশ্নের উত্তর এখনও জানা যায়নি। তদন্তে নেমেছে পুলিশ। এই ঘটনায় গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।

আরও পড়ুন-‘বাংলায় আইনের শাসন নেই’, শীর্ষ আদালতে মামলা দায়ের করল বিজেপি

Advt

Previous article‘বাংলায় আইনের শাসন নেই’, শীর্ষ আদালতে মামলা দায়ের করল বিজেপি
Next articleলিগ টেবিলে শীর্ষে ওঠাই লক্ষ‍‍্য বাগান শিবিরের