দীর্ঘ বছর পর গড়বেতা ফেরার অনুমতি পেয়ে ক্রমশ পুরানো ফর্মে ফিরতে শুরু করেছেন বামনেতা সুশান্ত ঘোষ। রবিবার বিরাটি(Birati) মহাজাতি ময়দানে ডিওয়াইএফআই(DYFI) ও এসএফআইয়ের(SFI) যৌথ উদ্যোগে আয়োজিত এক জনসভায় অংশ নিয়ে তৃণমূল(TMC) ও বিজেপিকে(BJP) একযোগে আক্রমণ শানালেন সুশান্ত। পাশাপাশি তৃণমূলের দলনেতাদের কটাক্ষ করে তিনি জানিয়ে দিলেন, ‘চোরেরা এখন ডাকাতের ঘরে আশ্রয় নিচ্ছে।’

বিরাটির জনসভা থেকে বিকল্প হিসেবে লাল ঝান্ডাকে তুলে ধরে একযোগে তৃণমূল ও বিজেপিকে আক্রমণ শানিয়ে সুশান্ত ঘোষ বলেন, ‘চোরেরা এখন ডাকাতের কাছে গিয়ে আশ্রয় নিচ্ছে। এদের চলে যাওয়ার সময় হয়েছে। একদিকে থাকবে বাম তথা লাল ঝান্ডা। অন্যদিকে গেরুয়া, বা যা খুশি ঝান্ডা থাকুক। আমরা বুঝে নেবো।’ এখানেই থেমে থাকেননি সুশান্ত। তৃণমূলকে তোপ দেগে তিনি আরও জানান, ‘১০ বছর আগে যারা সোনার বাংলা গড়বে বলেছিল তারা কিছু করতে পারেনি। যা আগে তৈরি হয়েছিল সেগুলোই নীল-সাদা রং করে নিজেদের বলে চালাচ্ছে। এই সরকারের মুখ্যমন্ত্রী বলেছিলেন, ৫০ লক্ষ লোকের চাকরি হবে। কিন্তু কিছুই হয়নি।’ মুখ্যমন্ত্রীর নাম না করে তিনি বলেন, ‘উনি বলেছিলেন আদর্শের বাংলা গড়ে তুলবেন, কিন্তু চোরদের বাংলা গড়ে উঠেছে।’
