ফের ধাক্কা খেলো শেয়ার বাজার, ৫৩০ পয়েন্ট নামলো সেনসেক্স

🔹সেনসেক্স ৪৮,৩৪৭.৫৯ (⬇️ -১.০৯%)

🔹নিফটি ১৪,২৩৮.৯০ (⬇️ -০.৯৩%)

অর্থনীতির দীর্ঘ দুর্দশা পেরিয়ে ক্রমশ ঊর্ধ্বমুখী হয়েছে ভারতের শেয়ার বাজার। গত বৃহস্পতিবার নয়া ইতিহাসও গড়েছে সেনসেক্স। তবে সুসময় দীর্ঘস্থায়ী হলো না। শুক্রবার বড়সড় পতনের পর ফের সোমবার কার্যত ধ্বস নামল শেয়ারবাজারে। একই রকমভাবে পতন ঘটেছে নিফটিরও। মিলিয়ে মাথায় হাত বিনিয়োগকারীদের।

এদিনের বাজার রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) -৫৩০.৯৫ পয়েন্ট বা -১.০৯ শতাংশ নেমে দাঁড়িয়েছে ৪৮,৩৪৭.৫৯। এনএসই নিফটি (NSE Nifty) -১৩৩.০০ পয়েন্ট বা -০.৯৩ শতাংশ নেমে হয়েছে ১৪,২৩৮.৯০। স্বাভাবিকভাবেই আশার আলো দেখিয়েও মাত্র একদিনের মধ্যে এতোখানি ধাক্কায় মাথায় হাত বিনিয়োগকারীরা।

প্রসঙ্গত, সেনসেক্স, সংবেদনশীলতার সূচক হিসাবেও পরিচিত। এটি বিএসই লিমিটেডের মাপকাঠি সূচক এবং ভারতের সর্বাধিক বহুল ট্র্যাকড ইক্যুইটি গেজ।

Advt

Previous articleআগামী ২৮ অনগ্রসর শ্রেণির মানুষদের দাবি নিয়ে সমাবেশ ধর্মতলায়
Next articleএবার ‘কৃষ্ণ’ নামে নয়া ২ স্লোগান বাঁধলেন মমতা