আগামী ২৮ অনগ্রসর শ্রেণির মানুষদের দাবি নিয়ে সমাবেশ ধর্মতলায়

তফশিলী  জাতি, আদিবাসী  ও অন্যান্য পিছিয়ে পড়া মানুষ ও লোক শিল্পীদের দাবি নিয়ে আগামী ২৮ জানুয়ারি কলকাতার ধর্নতলার ওয়াই চ্যানেলে একটি সাংস্কৃতিক কর্মসূচীর আয়োজন করা হয়েছে। হবে সমাবেশ। আয়োজক পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায়মঞ্চ, পশ্চিমবঙ্গ আদিবাসী আধিকার মঞ্চ এবং পশ্চিমবঙ্গ আদিবাসী ও লোকশিল্পী সংঘ। এদিন এই প্রসঙ্গে একটি সাংবাদিক সম্মালনের আয়োজন করা হয়। সেখানে বক্তব্য রাখেন প্রাক্তন সাংসদ রামচন্দ্র ডোম। ছিলেন প্অরাক্লতন সাংসদ অলকেশ দাস, প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ হেমব্রম, শংকর মুখোপাধ্যায় এবং দেবলীনা হেমব্রম।

নানাবিধ দাবি নিয়ে তাঁরা সরব হয়েছেন। যেমন : রাজ্য ও কেন্দ্র সরকারের এস সি এস টি জাতি ভুক্ত মানুষদের উপর অমানবিক আচরণ, এস সি, এস টি ও ওবিসি ভুক্ত মানুষদের অর্জিত অধিকার হরণের প্রচেষ্টা, এই অনগ্রসর জাতির মানুষগুলির শংসাপত্র প্রদান আরো সরলীকরণ করা প্রয়োজন ধত্যাদি বেশ কয়েকদফা দাবিসনদ নিয়ে আগামী ২৮ তারিখ সমাবেশ হতে চলেছে।

Previous articleভিক্টোরিয়ায় ‘জয় শ্রীরাম’ পূর্ব পরিকল্পিত! কাঠগড়ায় সৌমিত্র-শঙ্কু
Next articleফের ধাক্কা খেলো শেয়ার বাজার, ৫৩০ পয়েন্ট নামলো সেনসেক্স