ইন্টারনেট বিভ্রাট: অন্তর্ঘাতের অভিযোগে সার্ভিস প্রোভাইডারকে ধমক মমতার

আরম্ভের আগেই সমস্যা। সোমবার, পুরশুড়ার মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার শুরুতেই ইন্টারনেট বিভ্রাট। তৃণমূলের স্যোশাল মিডিয়ার পেজে টেলিকাস্টে সমস্যা হয়। ঘটনায় ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী। সঙ্গে সঙ্গে সার্ভিস প্রোভাইডারকে ফোন করেন। রীতিমতো ধমক দেন। মমতা অভিযোগ করেন, সভা বানচালের চেষ্টা করা হচ্ছে।

এদিন, সভার শুরুতেই ইন্টারনেট বিভ্রাট শুরু হয়। প্রায় ১০ মিনিট পরিষেবা বন্ধ ছিল। ফেসবুক পেজে লাইভ টেলিকাস্ট হচ্ছিল না। এই ঘটনায় ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী। সঙ্গে সঙ্গে ফোন করেন সার্ভিস প্রোভাইডারকে। রীতিমতো ধমক দেন তিনি। তাঁর সভা বানচাল করার চেষ্টা হয়েছে বলে অভিযোগ করেেছন তৃণমূল নেত্রী। ফোনে তিনি বলেন, তাঁর সব নষ্টের চেষ্টা হলে তিনিও বসে থাকবেন না। পরে পরিষেবা চালু হওয়াতে সভা শুরু করেন মমতা।

আরও পড়ুন-রাজনীতির মাধ্যমেই জবাব দেব: ভিক্টোরিয়া-কাণ্ডে মন্তব্য মমতার

Advt

Previous articleরাষ্ট্রপতি ভবনে ছবি কার? নেতাজি নাকি চরিত্রাভিনেতা প্রসেনজিৎ, জোর বিতর্ক
Next articleকাল ট্রাম-ট্যাবলো ঘুরবে মহানগরে, ‘বইমেলা 2021’ নিয়ে উত্তেজনার পারদ চড়ছেই