Saturday, August 23, 2025

একুশের ভোটে রাজ্যে আসতে পারে হাজার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

Date:

Share post:

একুশের ভোটে (WB Assembly Election) বাংলায় মোতায়েন হবে হাজার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী(Central Force)৷ নির্বাচন কমিশন(Central Election Commission) সূত্রে জানা গিয়েছে, এই বাহিনীর সংখ্যা দাঁড়াতে পারে প্রায় লাখ খানেক৷ এক কোম্পানিতে সাধারণভাবে থাকে ৮০ থেকে ২২৫ জন সেনা৷ সূত্রের খবর, ২০১৬-র বিধানসভা ভোটের তুলনায় একুশের নির্বাচনের তুলনায় প্রায় ৩০০ কোম্পানি আধাসেনা বাড়তে পারে।

রাজ্য সফর সেরে নির্বাচন কমিশনের পর্যালোচনা বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। প্রসঙ্গত, ২০১৯-এর লোকসভা নির্বাচনে এ রাজ্যে এসেছিলো প্রায় ৭৫০ কোম্পানি আধাসেনা৷ সেবার ভোটের নির্ঘন্ট অনুসারে পর্যায়ক্রমে বাহিনী মোতায়েন করেছিল কমিশন। ভোট ধাপে ধাপে হয়েছিলো বলেই এই সুবিধা পেয়েছিলো নির্বাচন কমিশন৷ আসন্ন বিধানসভা ভোটও বেশ কয়েক দফায় হবে বলেই ধারনা রাজনৈতিক মহলের৷
এদিকে, এই ‘বিশাল’ বাহিনী মোতায়েন নিয়ে রাজনৈতিক মহলে চর্চাও শুরু হয়েছে৷ সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তীর (Sujan Chakraborty) প্রশ্ন তুলেছেন, ‘ এই বজ্র আঁটুনি শেষে আবার ফস্কা গেরো না হয়!”
বিজেপির শমীক ভট্টাচার্যের (Shameek Bhattacherjee)ধারনা, “নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভোট করাতে বেশি বাহিনী প্রয়োজন। মানুষ আর চায় না ভোটের জন্য জলের লাইন কেটে দেওয়া, জমি নষ্ট করে দেওয়ার ঘটনা এবারও হোক”৷

রাজ্য সফর শেষ করে দিল্লি ফেরার মুখে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে সন্তোষ প্রকাশ করেনি কমিশনের ফুল বেঞ্চ। কলকাতার নগরপালকে পর্যন্ত সরাসরি প্রশ্ন করা হয়েছিল, “কলকাতায় এত অশান্তি কেন?’ রাজ্যের এডিজি (আইনশৃঙ্খলা) জ্ঞানবন্ত সিংয়ের সঙ্গে বৈঠকেও উদ্বেগ করেছিল কমিশন। সেই উদ্বেগ ও আশঙ্কা কাটাতেই সম্ভবত আসন্ন ভোটে হাজার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আধাসেনা মোতায়েন করতে চাইছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন ৷

আরও পড়ুন-দেশের যে কোনও প্রান্ত থেকেই দেওয়া যাবে ভোট, ‘রিমোট ভোটিং’ চালুর ঘোষণা কমিশনের

Advt

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...