Thursday, August 28, 2025

কার্যত ফাঁকা শোভন-বৈশাখীর পদযাত্রা, ডিজে-র তালে উদ্দাম নৃত্য বিজেপি কর্মীদের

Date:

কার্যত ফাঁকা শোভন-বৈশাখীর ২৬জানুয়ারির পদযাত্রা। 72 তম প্রজাতন্ত্র দিবসে ১২০ফুট জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় শোভন চট্টোপাধ্যায়-বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Shovan Chatterjee-Boishakhi Benarjee) ছাড়া আর গুটিকতক প্রথম সারির নেতাকে দেখা গেল। আর সঙ্গী ছিল ডিজে চালিয়ে বিজেপি নেতা কর্মীদের উদ্দাম নৃত্য।

বেলেঘাটা বিল্ডিং মোড় থেকে বরফ কল পর্যন্ত ছিল এই শোভাযাত্রা। চূড়ান্ত উদ্দামতায় দেশাত্মবোধক ডিজে গানে কোমর দোলাতে দেখা গেল বিজেপি (Bjp) কর্মী-সমর্থকদের। পদযাত্রায় পা মেলাতে দেখা গেল দেবজিৎ সরকার (Debjit Sarkar) ও শিবাজি সিনহা রায়কেও। একশোকুড়ি ফুট জাতীয় পতাকার প্রসঙ্গে শোভন বলেন, দেশকে এবং জাতীয় পতাকাকে সম্মান জানাতেই এই পদক্ষেপ।

প্রবীর ঘোষাল প্রসঙ্গে শোভন চট্টোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি জানান, প্রবীর ঘোষালের (Prabir Ghosal) সঙ্গে তার দীর্ঘদিন যাবৎ আলাপ তবে তিনি বিজেপিতে আসবেন কি না সেটা একান্তই তাঁর ব্যাপার।

এদিন দেবলীনা-সায়নী প্রসঙ্গ টেনে বৈশাখী বলেন, বুদ্ধিজীবী কলাকুশলীদের মোমবাতিগুলি হঠাৎ করে জ্বলে ওঠে। অথচ যখন গ্রামেগঞ্জে মেয়েরা ধর্ষিত-লাঞ্চিত হয় তখন এঁদের মোমবাতিগুলে জ্বলতে দেখা যায় না।
তবে তাঁদের মিছিলে ডিজে চালিয়ে নাচ নিয়ে শোভন-বৈশাখী অবশ্য নিরুত্তর।

 

 

Related articles

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...
Exit mobile version