রাজ্যে আরও কমল সংক্রমণের হার, ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৯৫ জন

নিম্নমুখী করোনা সংক্রমণের গ্রাফ। যা স্বস্তিদায়ক বলেই মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। মঙ্গলবার সন্ধেয় প্রকাশিত রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৯৫ জন। মোট আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ ৬৮ হাজার ৬৫০।

এ দিন সংক্রমণের হার ১.১৬। যা সোমবার ছিল ১.৩৮ শতাংশ। অন্য দিকে, দৈনিক সুস্থতার চিত্রটাও বেশ ভাল। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪০৯ জন। ফলে মোট সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৫২ হাজার ৪৯১। সুস্থতার হার ৯৭.১৬ শতাংশ। কমেছে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৯ জনের। মোট মৃতের সংখ্যা ১০ হাজার ১৩১।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৫ হাজার ৩৬৭ জনের। এ দিন পর্যন্ত মোট ৭৮ লক্ষ ৭৬ হাজার ৮৯৯ জনের নমুনা পরীক্ষা হয়েছে। কলকাতায় দৈনিক মৃত্যুর সংখ্যাটাও অনেক কমে গিয়েছে। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২ জনের। সেখানে উত্তর ২৪ পরগনায় ৩ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন-৬ নম্বর গেট টপকে ভিতরে ঢোকার চেষ্টা শিক্ষকদের, উত্তপ্ত বিধানসভা

Advt

Previous article৬ নম্বর গেট টপকে ভিতরে ঢোকার চেষ্টা শিক্ষকদের, উত্তপ্ত বিধানসভা
Next articleবিনয় মিশ্রের বিরুদ্ধে এবার গ্রেফতারি পরোয়ানা জারি