ট্রাক্টর মিছিলে হিংসার জের, রাকেশ টিকাইত সহ ৬ কৃষক নেতার বিরুদ্ধে FIR

প্রজাতন্ত্র দিবসের দিন কৃষকদের ট্রাক্টর মিছিলে(tractor Rally) হিংসার ঘটনায় এবার কড়া পদক্ষেপ। কৃষক নেতা রাকেশ টিকাইট(Rakesh tikaet) সহ ৬ কৃষকের বিরুদ্ধে এফআইআর দায়ের করল দিল্লি পুলিশ। যে এফআইআর(FIR) দায়ের করা হয়েছে সেখানে ডাকাতিসহ একাধিক ধারায যোগ করা হয়েছে। শুধু তাই নয় এফআইআর দায়ের হয়েছে সেই ৪০ জন কৃষক নেতার(Farmer Leader) বিরুদ্ধে যারা সরকারের সঙ্গে আলোচনার জন্য বিজ্ঞান ভবনে যেত। পুলিশের দায়ের করা অভিযোগের নাম রয়েছে যোগেন্দ্র যাদবেরও। সব মিলিয়ে পরিস্থিতি বেশ ঘোরালো।

তথ্য অনুযায়ী, ২৬ জানুয়ারি হিংসার ঘটনায় ইতিমধ্যেই ৫০ জনেরও বেশি ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুধু তাই নয় ডাকাতির ধারা যুক্ত করার কারণ হিসেবে পুলিশের তরফে জানানো হয়েছে, ঐদিন প্রায় ১৫০টিরও বেশি টিয়ার গ্যাসের গোলা লুট করেছে কৃষকরা। পাশাপাশি এই ঘটনায় পুলিশি তথ্য অনুযায়ী ২০০ জনেরও বেশি ব্যক্তিকে আটক করা হয়েছে। এদিকে গতকালের ঘটনার পর বুধবার কৃষকদের তরফে সাংবাদিক বৈঠক করে জানানো হয়েছে, প্রাক্তন মিছিলে যে হিংসাত্মক ঘটনা ঘটেছে তার দায় প্রকৃত কৃষকদের নয়। কৃষকদের দাবি ঐদিন বাইরের কিছু লোক মিছিলে প্রবেশ করে হিংসাত্মক ঘটনা ঘটায় এবং প্ররোচনা ছড়ায়। অভিযানের কোনও কর্মসূচি ছিল না কৃষকদের। যে বা যারা এটা করেছে তারা আন্দোলনকে কুলুষিত করতে চান। শান্তি বজায় থাকার আর্জি জানানোর পাশাপাশি ৩ কৃষি আইন প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়ে দিয়েছেন কৃষকরা।

আরও পড়ুন:ট্রাক্টর মিছিলে হিংসার জের, রাকেশ টিকাইত সহ ৬ কৃষক নেতার বিরুদ্ধে FIR

উল্লেখ্য,২৬ জনুয়ারি কৃষক সংগঠনগুলির তরফে যে ট্রাক্টর মিছিলের আয়োজন করা হয়েছিল সেখানে প্রবল হিংসা ছড়ায়। লালকেল্লা ও নাগলোই সহ দিল্লির একাধিক এলাকায় পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষে জড়িয়ে পড়েন কৃষকরা। সরকারি গাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয় এবং পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ার ঘটনা ঘটে। পরিস্থিতি আয়ত্তে আনতে পুলিশ লাঠিচার্জ করে এবং কাঁদানে গ্যাস চালায়। ঘটনার জেরে বহু পুলিশ কর্মী আহত হয়েছেন।

Advt

Previous articleসব ATM থেকে আর টাকা তুলতে পারবেন না PNB গ্রাহকরা, বদলাচ্ছে নিয়ম
Next articleবিনয়-অনীতকে দরকার নেই, পাহাড়ে তৃণমূলকে জেতাতে আমি একাই যথেষ্ট: বিমল গুরুং