করোনার ( corona ) রিপোর্ট নেগেটিভ এল ভারতীয় ক্রিকেটারদের ( india team)। ভারত-ইংল্যান্ড টেস্ট ( india vs England ) সিরিজ খেলতে বুধবারই চেন্নাই পৌঁছে গিয়েছিল ভারতীয় ক্রিকেটাররা। তারপর ৩ বার ক্রিকেটারদের করোনা পরীক্ষা করানো হয়। তিনবারই রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানান হয় বোর্ডের তরফ থেকে।

৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ। সেই ম্যাচ খেলতে বুধবারই চেন্নাই পৌঁছে গিয়েছে দল। ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে রয়েছে তাদের পরিবারও। তাদেরও করোনা টেস্ট করানো হয়।
২ ফেব্রুয়ারি থেকে অনুশীলনে নামবে দু দল। তার আগে ফের দুবার করোনা পরীক্ষা করা হবে। ফেব্রুয়ারি মাস থেকে শুরু ভারত-ইংল্যান্ড সিরিজ। যেখানে ৪ টি টেস্ট, ৫ টি টি-২০ এবং ৩ টি একদিনের ম্যাচ খেলবে তারা।

আরও পড়ুন:ভাল আছেন মহারাজ, দেওয়া হচ্ছে জেনারেল বেডে
