Sunday, January 11, 2026

ব্রাত্য,অর্পিতার হাত ধরে তৃণমূলে একঝাঁক নাট্য-ব্যক্তিত্ব

Date:

Share post:

শুক্রবার তৃণমূল ভবনে রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর হাত ধরে নাট্যকার ও নাট্য পরিচালক গৌতম মুখোপাধ্যায়,অনীশ ঘোষ,শেখর সমাদ্দার,বিজয় মুখোপাধ্যায়-সহ আরও বেশ কিছু পরিচিত নাট্য-ব্যক্তিত্ব। বিশিষ্টজনদের হাতে তৃণমূলের পতাকা তুলে দিয়ে ব্রাত্য বসু বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। বলেন, “কলকাতা বা জেলার একজনও নাট্য কর্মীর হাতে বিজেপির পতাকা তুলে দেখাক বিজেপি।” তিনি আরও বলেন, “কোন কোন ফিল্ম আর্টিস্ট বিজেপিতে যেতে পারেন? মুম্বই থেকে অনেক ফিল্মস্টার বিজেপিতে যোগ দেওয়াতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গে বিশেষত থিয়েটারের কোনও লোককে ওঁরা কোনদিন দলে যোগ দেওয়াতে পারেনি আর ভবিষ্যতেও পারবে না।” ব্রাত্য বসু বলেন, “২০১৪-তে বিজেপি কেন্দ্রে ক্ষমতাসীন হওয়ার পর থেকে তাঁরা বিভিন্ন নাট্যকর্মীদের গ্রান্টস বন্ধ করে দিয়েছে। এটাই প্রমাণ করে যে বিজেপি থিয়েটার বিরোধী ও নাট্যকর্মীদের বঞ্চিত করছেন।” এরপর তৃণমূলের রাজ্যসভার সাংসদ অর্পিতা ঘোষ বলেন,”বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা থিয়েটারের জন্য ২০১১ থেকে টানা কাজ করে চলেছেন। সেখানে বিজেপি সরকার ঠিক তার উল্টো সংস্কৃতি বিরোধী কাজ করে চলেছে।”

কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ফের বঙ্গ সফর প্রসঙ্গে ব্রাত্য বসু বলেন, “দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরনগরে গিয়ে মতুয়াদের আরাধ্য দেবতা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরকে হরিশ চন্দ্র ঠাকুর বলে অভিহিত করেন। তিনি গুজরাট থেকে এসে মতুয়াদের দেবতা কে অপমান করেছেন তাই ঠাকুরনগরের মানুষকে অমিত শাহের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করতে বলেন এবং কালো পতাকা দেখাতে বলেন রাজ্যের মন্ত্রী।

রাজীব বন্দোপাধ্যায়ের দল বদলের সম্ভাবনা প্রসঙ্গেও এদিন ব্রাত্য বসু বলেন,”যাঁরা যাচ্ছেন বা যাবেন তাঁরা যেতে পারেন,তৃণমূল কংগ্রেস তাঁদের নিয়ে চিন্তিত নয়।”

আরও পড়ুন-শুভেন্দুর তৈরি করা ‘স্ক্রিপ্টই’ অনুসরণ করলেন রাজীব

Advt

spot_img

Related articles

‘হামলার’ প্রতিবাদে পথে শুভেন্দু: ‘জয় বাংলা’ স্লোগানে চিত্ত চাঞ্চল্য, কটাক্ষ তৃণমূলের

চন্দ্রকোনায় শনিবার রাতে এক নাটকীয় চিত্রনাট্য রচনা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই ইস্যুকে হাতিয়ার করে কলকাতা শহরে...

ফলতায় সেবাশ্রয়-২ শিবির পরিদর্শনে অভিষেক

সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উদ্যোগে ডায়মন্ড হারবারের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে একমাসেরও বেশি সময় ধরে সেবাশ্রয়-২ স্বাস্থ্যশিবিরে উন্নত...

শুধু বাংলা নয়, কমিশনের ‘উদ্ভাবনী’ SIR-ভোগান্তিতে গোয়া: শুনানির নোটিশ নৌসেনা প্রধানকে

শুরু থেকেই SIR প্রক্রিয়া নিয়ে ভোগান্তির আর শেষ নেই! সাধারণ ভোটারদের ভোগান্তির অভিযোগ নতুন নয়, তবে এবার সেই...

রাজ্যের আইনশৃঙ্খলায় কড়া নজর কমিশনের! প্রথম রিপোর্টেই শুভেন্দু-চম্পাহাটি প্রসঙ্গ

রাজ্যের আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতি ঠিক কেমন, তা নিয়ে প্রতি সপ্তাহে এবার সরাসরি রিপোর্ট নেবে নির্বাচন কমিশন। বছরের শুরুতেই...