পুলিশ ও প্রশাসনিক আমলাদের রাজনৈতিক নিরপেক্ষতা নিয়ে ফের টুইট রাজ্যপালের

এর আগেও একাধিকবার পুলিশ ও প্রশাসনিক আমলাদের রাজনৈতিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। শুক্রবার ফের একবার কড়া ভাষায় রাজ্য প্রশাসনকে বিঁধলেন তিনি ।
টুইটে রাজ্যপাল জগদীপ ধনকড় লিখেছেন, প্রধানমন্ত্রী কিষান যোজনা থেকে শুরু করে একাধিক ইস্যুতে রাজ্য সরকার মুখ ফিরিয়ে নিয়েছে । প্রধানমন্ত্রী কিষান যোজনার থেকে মুখ ফিরিয়ে রাখার জন্য রাজ্যের ৭০ লাখ কৃষকের প্রত্যেকে ১৪ হাজার টাকা করে পাননি বলে টুইটারে লেখেন রাজ্যপাল । রাজ্য সরকারের সমালোচনা করে তিনি লেখেন, “সব মিলিয়ে রাজ্যের কৃষকরা ১০ হাজার কোটি টাকার বঞ্চনার শিকার হচ্ছেন ।”

বৃহস্পতিবার নেতাজি ইনডোরে জাগ্রত বাংলার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ভিনরাজ্যের থেকে আসা পুলিশ ও প্রশাসনের আমলাদের নিয়ে তৈরি করা এক বৃহত্তর পরিবারের কথা তুলেছিলেন । সেই প্রসঙ্গ টেনেও রাজ্য সরকারের সমালোচনা করেছেন রাজ্যপাল ।

Previous articleশুভেন্দুর তৈরি করা ‘স্ক্রিপ্টই’ অনুসরণ করলেন রাজীব
Next articleকৃষক আন্দোলন: শশী থারুর সহ ৭জনের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ যোগীর পুলিশের