Monday, May 5, 2025

কৃষক আন্দোলন: শশী থারুর সহ ৭জনের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ যোগীর পুলিশের

Date:

Share post:

প্রজাতন্ত্র দিবসের দিন ট্রাক্টর মিছিলকে কেন্দ্র করে মিথ্যা তথ্য সোশ্যাল মিডিয়ায়(Social media) ছড়ানোর অভিযোগে শশী থারুর(Shashi Tharoor) সহ ৬ সাংবাদিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করল উত্তর প্রদেশ পুলিশ(UP Police)। তাদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে যার মধ্যে রয়েছে দেশদ্রোহিতার অভিযোগও। শুধু উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশও তাদের বিরুদ্ধে দুটি ধারায় মামলা দায়ের করা হয়েছে। আর এই ঘটনায় বেশ চাপে পড়ল কংগ্রেস।

জানা গিয়েছে প্রজাতন্ত্র দিবসের দিন পুলিশের গুলিতে এক আন্দোলনকারী কৃষকের মৃত্যু হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন শশী থারুর। এহেন মিথ্যা তথ্যের বিরুদ্ধে নয়ডার এক বাসিন্দা প্রথম অভিযোগ দায়ের করেন ওই সাংসদের বিরুদ্ধে। পরে এই তথ্য প্রচার করার অভিযোগে রাজদীপ সরদেশাই, মৃণাল পাণ্ডে, বিনোদ জোসে, জাফর আগা, পরেশ নাথ ও অনন্ত নাথ নামে ৬ সাংবাদিকের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। নয়ডা পুলিশের তরফে জানা গিয়েছে, ‘অভিযোগপত্রে বলা হয়েছে সম্পূর্ণ পরিকল্পিতভাবে এই ভুল তথ্য প্রচার করা হয়েছিল যাতে রাজধানীতে দাঙ্গা সৃষ্টি হয় এবং একাধিক সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা পূর্ণ পরিস্থিতি তৈরি হয়।’

আরও পড়ুন:পুলিশ ও প্রশাসনিক আমলাদের রাজনৈতিক নিরপেক্ষতা নিয়ে ফের টুইট রাজ্যপালের

শুধু তাই নয় ওই অভিযোগপত্রে আরও জানানো হয়েছে, ‘অভিযুক্ত ব্যক্তিরা ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থ সিদ্ধির কারণেই এই কাজ করেছে।’ পাশাপাশি তাদের বিরুদ্ধে ওঠা আরো একটি অভিযোগে বলা হয়েছে, ‘অভিযুক্ত ব্যক্তিদের টুইটের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছিল। অভিযুক্তদের উস্কানিতেই আন্দোলনকারীরা লালকেল্লায় উপস্থিত হয় এবং ধর্মীয় ও অন্যান্য পতাকা উত্তোলন করা হয়। সাধারণ মানুষের কাছে পুলিশ ও সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি নষ্ট করতেই এই অপপ্রচার পরিকল্পিতভাবে চালিয়েছে অভিযুক্তরা।’ যদিও নিজের বিরুদ্ধে ওঠা এহেন অভিযোগের প্রেক্ষিতে কোনও মন্তব্য করতে চাননি কংগ্রেস সাংসদ শশী থারুর।

Advt

spot_img
spot_img

Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...