Thursday, August 21, 2025

কৃষক আন্দোলন: শশী থারুর সহ ৭জনের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ যোগীর পুলিশের

Date:

Share post:

প্রজাতন্ত্র দিবসের দিন ট্রাক্টর মিছিলকে কেন্দ্র করে মিথ্যা তথ্য সোশ্যাল মিডিয়ায়(Social media) ছড়ানোর অভিযোগে শশী থারুর(Shashi Tharoor) সহ ৬ সাংবাদিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করল উত্তর প্রদেশ পুলিশ(UP Police)। তাদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে যার মধ্যে রয়েছে দেশদ্রোহিতার অভিযোগও। শুধু উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশও তাদের বিরুদ্ধে দুটি ধারায় মামলা দায়ের করা হয়েছে। আর এই ঘটনায় বেশ চাপে পড়ল কংগ্রেস।

জানা গিয়েছে প্রজাতন্ত্র দিবসের দিন পুলিশের গুলিতে এক আন্দোলনকারী কৃষকের মৃত্যু হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন শশী থারুর। এহেন মিথ্যা তথ্যের বিরুদ্ধে নয়ডার এক বাসিন্দা প্রথম অভিযোগ দায়ের করেন ওই সাংসদের বিরুদ্ধে। পরে এই তথ্য প্রচার করার অভিযোগে রাজদীপ সরদেশাই, মৃণাল পাণ্ডে, বিনোদ জোসে, জাফর আগা, পরেশ নাথ ও অনন্ত নাথ নামে ৬ সাংবাদিকের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। নয়ডা পুলিশের তরফে জানা গিয়েছে, ‘অভিযোগপত্রে বলা হয়েছে সম্পূর্ণ পরিকল্পিতভাবে এই ভুল তথ্য প্রচার করা হয়েছিল যাতে রাজধানীতে দাঙ্গা সৃষ্টি হয় এবং একাধিক সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা পূর্ণ পরিস্থিতি তৈরি হয়।’

আরও পড়ুন:পুলিশ ও প্রশাসনিক আমলাদের রাজনৈতিক নিরপেক্ষতা নিয়ে ফের টুইট রাজ্যপালের

শুধু তাই নয় ওই অভিযোগপত্রে আরও জানানো হয়েছে, ‘অভিযুক্ত ব্যক্তিরা ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থ সিদ্ধির কারণেই এই কাজ করেছে।’ পাশাপাশি তাদের বিরুদ্ধে ওঠা আরো একটি অভিযোগে বলা হয়েছে, ‘অভিযুক্ত ব্যক্তিদের টুইটের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছিল। অভিযুক্তদের উস্কানিতেই আন্দোলনকারীরা লালকেল্লায় উপস্থিত হয় এবং ধর্মীয় ও অন্যান্য পতাকা উত্তোলন করা হয়। সাধারণ মানুষের কাছে পুলিশ ও সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি নষ্ট করতেই এই অপপ্রচার পরিকল্পিতভাবে চালিয়েছে অভিযুক্তরা।’ যদিও নিজের বিরুদ্ধে ওঠা এহেন অভিযোগের প্রেক্ষিতে কোনও মন্তব্য করতে চাননি কংগ্রেস সাংসদ শশী থারুর।

Advt

spot_img

Related articles

অভিজিৎ সরকার হত্যা মামলা: জামিন পরেশ পালসহ ২ কাউন্সিলরের

অভিযুক্তদের বিরুদ্ধে কোনও উপযুক্ত প্রমাণই নেই। বিজেপির তরফ থেকে বারবার তৃণমূল বিধায়ককে কলঙ্কিত করার চেষ্টা করা হলেও আদতে...

স্বাস্থ্যক্ষেত্রে সুরক্ষায় বায়ো-লক সিস্টেমের রিপোর্ট তলব রাজ্যের

স্বাস্থ্যক্ষেত্রে নিরাপত্তা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশ মেনে বায়োমেট্রিক লক (Biometric Lock)...

বিজেপিশাসিত রাজ্যে বাঙালি আক্রমণের প্রতিবাদ! নিশীথের কনভয় ঘিরে তুমুল বিক্ষোভ দিনহাটায়

বিজেপিশাসিত রাজ্যে বাংলাভাষীদের উপর আক্রমণ। বাংলার প্রতি মোদি সরকারের বঞ্চনা। প্রতিবাদে প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith...

কাঞ্চনকন্যা এক্সপ্রেসের চালকের তৎপরতায় এড়াল দুর্ঘটনা, রক্ষা পেল গজরাজ

চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়াল যাত্রীবাহী কাঞ্চনকন্যা এক্সপ্রেস। একই সঙ্গে বাঁচলো বেশ কয়েকটি হাতির প্রাণ। রেল সূত্র খবর,...