মাঝের সিটের ‘দূরত্ব’ ঘুচল, ১০০ শতাংশ দর্শক ঢুকতে পারবেন সিনেমা হলগুলিতে

মাঝের সিটের ‘দূরত্ব’ ঘুচল। করোনা অতিমারির কারণে সিনেমা হল, থিয়েটার, মাল্টিপ্লেক্সগুলিতে মাঝের সিটের দূরত্ব ছিল। ফ্রেব্রুয়ারি মাসের ১ তারিখ থেকেই এই নিয়ম বন্ধ হচ্ছে। রবিবার নতুন নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় তথ্য় ও সম্প্রচার মন্ত্রক। নির্দেশিকা অনুযায়ী, ভ্য়ালেন্টাইন্স মাসের প্রথম দিন থেকেই অর্থাৎ সোমবার থেকেই সিনেমা হল, থিয়েটার, মাল্টিপ্লেক্সগুলিতে ১০০ শতাংশ দর্শক ঢুকতে পারবেন। তবে ডিজিটাল মাধ্য়মে টিকিট বুকিংয়ের উপর জোর দেওয়া হয়েছে। তবে সেখানে মাস্ক বাধ্যতামূলক। মেনে চলতে হবে করোনা সম্পর্কিত যাবতীয় বিধিনিষেধ।

কোভিডের জেরে দীর্ঘদিন বন্ধ ছিল সিনেমা হলগুলি। গত বছরের অক্টোবর মাসে তা খোলার অনুমতি দেয় কেন্দ্র। তবে অর্ধেক দর্শক এবং দু’টি আসনের মাঝে একটি করে আসন খালি রাখার নিয়মে সীমাবদ্ধ ছিল তা। কিন্তু এবার থেকে আর কোনও ‘বাধা’ রইল না। কেন্দ্রীয় সরকারের নতুন নির্দেশিকা অনুযায়ী, ১০০ শতাংশ দর্শক নিয়ে হল চালু রাখা যাবে। কিন্তু, টিকিট কাটার লাইন এবং হলে প্রবেশের সময় বাধ্য়তামূলকভাবে মেনে চলতে হবে সামাজিক দূরত্ববিধি। নির্দিষ্ট সময়ের ব্য়বধানে রাখতে হবে শো-টাইম। ভিড় এড়াতে মাল্টিপ্লেক্সগুলিকে একই সময়ে একাধিক শো না রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন-‘মন কি বাত’-এ বাংলার হস্তশিল্পের প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Advt

Previous articleবিজেপিতে অরিন্দম শীল! রুদ্রর দাবি ফুৎকারে উড়িয়ে টুইট অভিনেতার
Next article‘বিরাট’ ব‍্যাটে ভয় মইনের