একাধিক দাবি রাহুল গান্ধীর, রাজনাথ সিং জানালেন, ‘আত্মনির্ভর’ ভারতের বাজেট

সংসদে কেন্দ্রীয় বাজেট (Union Budget 2021) পেশ করার কিছুক্ষণ আগে প্রাক্তণ কংগ্রেস সভাপতি সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi) কেন্দ্রীয় সরকারের কাছে একগুচ্ছ দাবি পেশ করেন৷ কৃষক ইস্যু, কর্মসংস্থান নিয়েই মূলত সরব হন রাহুল৷ টুইটারে এদিন প্রাক্তন কংগ্রেস সভাপতি লিখেছেন, এ বারের বাজেটে অবশ্যই কৃষক, ক্ষুদ্র-ছোট-মাঝারি শিল্প (MSME) এবং কর্মসংস্থানে (employment) জোর দেওয়া হোক। একইসঙ্গে তাঁর আরও দাবি, বাজেটে যেন স্বাস্থ্য ও প্রতিরক্ষা খাতে খরচ যেন বাড়ানো হয়।


অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বাজেট পেশ করা শুরুর অল্প সময় পরেই এর উত্তরে কেন্দ্রীয় বাজেটকে (union budget) স্বাগত জানালেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী তথা বিজেপির প্রবীণ নেতা রাজনাথ সিং (Rajnath Singh)৷ তিনি বলেছেন, “এই বাজেট প্রকৃত অর্থেই ‘আত্মনির্ভর ভারত’-এর বাজেট৷ দেশের অর্থনীতিকে শক্তিশালী করবে নরেন্দ্র মোদি (Narendra Modi) সরকারের বাজেট৷

আরও পড়ুন-সুদীপ্ত সেনের বিস্ফোরক চিঠি সিবিআইকে দিল কোর্ট

Advt

Previous articleমালদায় ছিনতাইয়ের ৪৮ ঘণ্টার মধ্যে ধৃত দুষ্কৃতী
Next articleমেয়ের ছবি পোস্ট বিরুষ্কা দম্পতির