২০২১ সালের নেট পরীক্ষা হবে আগামী ২ মে

২০২১ নেট (net examination) পরীক্ষার দিন ঘোষিত হল। পরীক্ষা শুরু হবে আগামী২ মে। আর শেষ হবে ১৭ ই মে। শিক্ষা মন্ত্রী রমেশ পোখরিয়াল(Central education minister) এ কথা জানিয়েছেন। টুইট করে তিনি পরীক্ষার খবর জানিয়েছেন। জুনিয়র রিসার্চ ফেলোশিপ এর জন্য পরীক্ষা নেওয়া হবে ২ মে থেকে।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, কম্পিউটার বেসড ফরম্যাটে। ডিসিরপরীক্ষা সম্পর্কে যাবতীয় তথ্য পেয়ে যাবেন পরীক্ষার্থীরা। করোনা আবহে কীভাবে টেট হবে তা নিয়ে অনিশ্চয়তায় ছিলেন পরীক্ষার্থীরা। ইউজিসির ওয়েবসাইটে আজ, ২ ফেব্রুয়ারি থেকেই ফর্ম পাওয়া যাবে। পরীক্ষার্থীরা UGC net.nta.nic.in সাইটে লগইন করেও অনলাইনে ফর্ম ফিলাপ করতে পারবেন। ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ 3 মার্চ।

Advt

Previous articleরাজ্যে কবে থেকে খুলতে পারে স্কুল? জানালেন শিক্ষামন্ত্রী
Next articleঅফলাইনেই হবে পরীক্ষা, ঘোষণা হল CBSE-র দশম-দ্বাদশ-এর নির্ঘণ্ট