Monday, August 25, 2025

নির্বাচন ঘোষণার আগেই গোসাবায় সব দেওয়াল তৃণমূলের, “প্রার্থী”র নামও লিখে ফেললেন কর্মীরা

Date:

লক্ষ্য একুশের হাইভোল্টেজ বিধানসভা নির্বাচন (Assembly Election)। নবান্ন (Nabanna) দখলের লড়াইয়ে ময়দানে নেমে পড়েছে সব পক্ষই। শীতের আমেজেও তাই ভোটের উত্তাপ ধীরে ধীরে লাগতে শুরু করেছে বঙ্গবাসীর গায়ে। তবে এখনও স্থির হয়নি নির্বাচনের দিনক্ষণ। কিন্তু তার আগেই প্রচারে ঝড় তুলতে মরিয়া শাসক-বিরোধী।

তবে ভোট ঘোষণা না হলে কোনও দলই প্রার্থী ঘোষণা করে না। এবারেও তা হয়নি। অথচ, দক্ষিণ ২৪ পরগনার গোসাবার (Gosaba) কিছু এলাকায় দেখা গেল ভিন্ন চিত্র। সেখানে বেশকিছু দেওয়ালে তৃণমূল প্রার্থী হিসেবে জয়ন্ত নস্করের (Jayanta Naskar) নাম লিখতে শুরু করেছেন দলীয় কর্মী-সমর্থকরা।

প্রসঙ্গত, তৃণমূল (TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এ বার বিধানসভা ভোটে নন্দীগ্রাম (Nandigram) কেন্দ্র থেকে লড়ার ইচ্ছাপ্রকাশ করেছেন। শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদানের পর মমতার এই ঘোষণাকে কেন্দ্র করে সরগরম হয়েছে রাজ্য রাজনীতি। কারণ, শুভেন্দুর খাসতালুক নন্দীগ্রামে দাঁড়িয়েই তাঁকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তৃণমূল নেত্রী। আর দলনেত্রীর সেই ঘোষণার পর নন্দীগ্রামের দেওয়ালে দেওয়ালে “প্রার্থী” মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম।

কিন্তু জয়ন্ত নস্করের নামে দেওয়াল লিখন নিয়ে তৃণমূলের অন্দরেই প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয় তৃণমূল কর্মীদের দাবি, “নির্বাচনী প্রচার শুরু হয়েছে। প্রতিদিন বিধানসভার বিভিন্ন প্রান্তে মিটিং, মিছিল চলছে। জয়ন্ত নস্করই আবার এই এলাকা থেকে তৃণমূলের টিকিটে লড়াই করবেন এটা নিশ্চিত। তাই দেওয়াল লেখার কাজ শুরু হয়েছে।”

আরও পড়ুন-কয়লা পাচারকাণ্ড: রাজ্যের সঙ্গে সমন্বয় রেখে তদন্ত করতে হবে সিবিআইকে, নির্দেশ হাইকোর্টের

Related articles

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...
Exit mobile version