Sunday, November 9, 2025

‘মারাঠি নন কন্নড় ছিলেন ছত্রপতি শিবাজী’, ঠাকরেকে তোপ কর্ণাটকের উপমুখ্যমন্ত্রীর

Date:

Share post:

মহারাষ্ট্র(Maharashtra) নন, আদতে তিনি কর্নাটকের (Karnatak)মানুষ। ছত্রপতি শিবাজী(Chhatrapati Shivaji) প্রসঙ্গে এমনটাই মন্তব্য করলেন কর্নাটকের উপমুখ্যমন্ত্রী গোবিন্দ করজোল(Govinda Karjol)। শুধু তাই নয়, মহারাষ্ট্র ও কর্ণাটকের সীমান্ত বিরোধের কথা বলার সময় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে(Uddhav Thakre) এক হাত নিয়ে তিনি জানান, ঠাকরে ইতিহাস জানেন না। মারাঠা রাজা ছত্রপতি শিবাজি মহারাজ একজন ‘কন্নাদিগ’।

গত ২৭ জানুয়ারি মুম্বইয়ে একটি বইয়ের উদ্বোধনী অনুষ্ঠানে কর্ণাটক ও মহারাষ্ট্রের সীমান্ত প্রসঙ্গে উদ্ধব ঠাকরে বলেন, ‘কর্ণাটকের মারাঠিভাষী লোকরা কারওয়ার, বেলাগাভি এবং নিপানিতে বেশি। যতদিন না কয়েক দশক পুরানো মামলায় ভারতের শীর্ষ আদালত রায় দেয়, ততদিন এই অঞ্চলগুলিকে ‘কেন্দ্রশাসিত অঞ্চল’ হিসাবে ঘোষণা করা উচিত।’ পাশাপাশি মামলা চলাকালীন বেলগাওমের নাম পরিবর্তন করে কর্ণাটক সরকারের বেলগাভি রাখার তীব্র বিরোধিতা করেন ঠাকরে। এই ঘটনাকে আদালত অবমাননা বলেও তোপ দাগেন।

আরও পড়ুন:আপাতত আরও ৩ মাস হিমঘরে NRC-CAA

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর মন্তব্যের পাল্টা দিয়ে এরপর রবিবার সরব হন কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী গোবিন্দ করজোল। তিনি বলেন, ‘ঠাকরে ইতিহাস জানেন না। শিবাজির পূর্বপুরুষ বেলিয়াপ্পা কর্ণাটকের গাদাগ জেলার সোরাতুরের বাসিন্দা ছিলেন। গাদাগে যখন খরা হয় তিনি (বেলিয়াপ্পা) মহারাষ্ট্রে চলে এসেছিলেন। শিবাজি তাঁর পরিবারের চতুর্থ প্রজন্ম ছিলেন।’ তবে এখানেই শেষ নয়, এ নিয়ে কর্ণাটকের অপর উপ মুখ্যমন্ত্রী লক্ষ্মণ সাবাদি করজোলকে সমর্থন জানিয়েছেন। তিনি বলেন, মুম্বইয়ের কর্ণাটকের অংশ হওয়া উচিত এবং সুপ্রিম কোর্ট তার রায় না দেওয়া পর্যন্ত ওই শহরটিকেই কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে ঘোষণা করা উচিত।

Advt

spot_img

Related articles

৮ বলে ৮ ছক্কা! রঞ্জি ট্রফিতে বিশ্বরেকর্ড মেঘালয়ের ব্যাটারের

রঞ্জি ট্রফির( Ranji Trophy) ইতিহাসে বিশ্ব রেকর্ডে(World Record) তৈরি করলেন মেঘালয়ের ব্যাটসম্যান আশিষ কুমার চৌধুরী। আর বলে আটটি...

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...