‘যদি বলি উড়তে চায় এই মন’, যদি বলি স্বপ্ন দেখে এই মন’, এই গান প্রায় সকলের মুখে মুখে ঘোরে। রাঘব চট্টোপাধ্যায়ের গাওয়া সামিয়ানা অ্যালবামের গান এটি। রাঘব চট্টোপাধ্যায় তাঁর স্ত্রী, দুই মেয়েকে ঘুরতে গিয়েছেন পাহাড়ে। এই মূহুর্তে উত্তরবঙ্গ ঘুরছেন তাঁরা। সেখানেই পাহাড়ি রাস্তায় হাঁটতে হাঁটতে তাঁরা চারজন মিলেই গান ধরলেন ‘যদি বলি উড়তে চায় এই মন’, যদি বলি স্বপ্ন দেখে এই মন, যদি বলি তোমাকে নিয়ে বেধেছি বাসা’। রাঘবের ছোট মেয়ের হাতে গিটার। সে গিটার বাজাচ্ছে। তার সঙ্গে তার দিদি, মা, বাবা এই গানটি গাইতে গাইতে পাহাড়ি রাস্তা ধরে হাঁটছেন৷

দেখুন ভিডিও-

আরও পড়ুন : জনপ্রিয়তার তুঙ্গে মমতার স্বপ্নের প্রকল্প, বিয়ের মেনু কার্ড এখন “স্বাস্থ্যসাথী”
