লালকেল্লা কাণ্ডে অভিযুক্ত দীপ সিধুকে ধরতে ১ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা

প্রজাতন্ত্র দিবসে (republic day) ঐতিহাসিক লালকেল্লায় (red fort) ঢুকে জাতীয় পতাকার অবমাননা ও তাণ্ডবের (violence) ঘটনায় মূল অভিযুক্ত দীপ সিধুকে (deep sidhu) ধরতে এবার ১ লক্ষ টাকা পুরস্কার (reward) ঘোষণা করল দিল্লি পুলিশ (Delhi police)। লালকেল্লা কাণ্ডে এফআইআর দায়েরের পর থেকেই বেপাত্তা বিজেপি ঘনিষ্ঠ এই পাঞ্জাবি অভিনেতা। অভিযুক্ত দীপ সিধু ভিডিও বিবৃতিতে আত্মপক্ষ সমর্থন করে বিবৃতি দিলেও তাকে খুঁজে পাচ্ছে না দিল্লি পুলিশ। অবশেষে তার নাগাল পেতে ১ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করা হল। দিল্লি পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, দীপের অবস্থান বা গতিবিধি সম্বন্ধে উপযুক্ত খবর দিতে পারলে ১ লক্ষ টাকার পুরস্কার দেওয়া হবে। কৃষি আইন বিরোধিতার নামে প্রজাতন্ত্র দিবসে লালকেল্লায় ঢুকে বেনজির তাণ্ডব চালানোর ঘটনায় অভিযুক্ত অন্য ৪ জন হলেন জয়বীর সিংহ, বুটা সিংহ, সুখদেব সিংহ এবং ইকবাল সিংহ। এই চারজনের নামেও ৫০ হাজার টাকা করে পুরস্কার ঘোষণা করা হয়েছে। ঘটনার পর থেকে তারাও গা ঢাকা দিয়ে রয়েছেন বলে অভিযোগ। অভিযুক্তদের খোঁজে ইতিমধ্যেই দিল্লি এবং পঞ্জাবের বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। এখনও পর্যন্ত ৪৪টি এফআইআর দায়ের করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ১২২ জনকে।

বিতর্কিত ৩টি কৃষি আইনের বিরুদ্ধে গত ২৬ জানুয়ারি রাজধানীতে ট্র্যাক্টর মিছিল করেন কৃষকরা। অধিকাংশ কৃষক পূর্ব নির্ধারিত পথ ধরে মিছিল নিয়ে এগোলেও, আন্দোলনকারীদের একটি দল ছত্রভঙ্গ হয়ে যায় এবং লালকেল্লা পর্যন্ত পৌঁছে যায়। লালকেল্লার সামনে অংশে জাতীয় পতাকার পাশে একটি খুঁটিতে এবং অন্য একটি গম্বুজের উপর নিশান সাহিবের পতাকাও টাঙিয়ে দেন তাঁরা। লালকেল্লায় ঢুকে এই নজিরবিহীন কাণ্ড ঘটানোর পর সমালোচনা শুরু হয় সর্বস্তরে। আন্দোলনকারী কৃষক সংগঠনগুলিও এই আচরণের কড়া নিন্দা করে। কৃষক নেতারা তখন থেকেই অভিযোগ জানাচ্ছেন যে কৃষক আন্দোলনকে বদনাম করতে পূর্ব পরিকল্পিতভাবে লালকেল্লায় তাণ্ডব চালিয়েছে দীপ সিধুর মত বিজেপির এজেন্টরা। তারা কৃষক আন্দোলনকে বিপথগামী করার চক্রান্তে যুক্ত। উল্লেখ্য, এই দীপ সিধু বিজেপি সাংসদ সানি দেওলের অত্যন্ত ঘনিষ্ঠ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দীপ সিধুর ছবি প্রকাশ্যে এসেছে।

আরও পড়ুন-হিন্দুস্তান এ্যারোনেটিক্স লিমিটেডের নয়া প্ল্যান্টের সূচনা করলেন রাজনাথ সিং