পুরো ভারত বিক্রি দেবে মোদি সরকার, কটাক্ষ অনুব্রতর

সাঁইথিয়া জনসভা থেকে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করলেন বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। (Anubrata Mandal)

তিনি বলেন, “রাম আছে ভারতে আর রাবণ আছে শ্রীলঙ্কায়। সেখানে 51 টাকা পেট্রলের (Petrol) দাম। আর এখানে 91 টাকা”। প্রধানমন্ত্রীকেও (Prime Minister) আক্রমণ করেন অনুব্রত। বলেন, মোদিই ভারতে আবার তেলের দাম বাড়িয়ে দেবেন।

“মোদি সরকার পুরো ভারত বিক্রি করে দিল আদানি-আম্বানিদের কাছে। একমাত্র মা-মাটি-মানুষের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) পারবেন ভারতকে পথ দেখাতে” মন্তব্য অনুব্রতর। তাঁর মতে, 2021 বিধানসভা নির্বাচনে তৃণমূল ২২০ থেকে 230 আসন পাবে।

আরও পড়ুন- ভারতের প্রতি ৫ জনে ১ জন করোনার কোপে, সেরোর সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য

Previous articleভারতের প্রতি ৫ জনে ১ জন করোনার কোপে, সেরোর সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য
Next articleরাজ্যপাল জরুরি অবস্থার জন্য সুপারিশ করুন, চ্যালেঞ্জ কুণালের