Tuesday, December 23, 2025

‘আম্বানির কুকুর’, টুইটের জেরে এটাও শুনতে হলো সচিনকে

Date:

Share post:

কেন্দ্রীয় সরকারের(central government) তিন কৃষি আইন(Farm Law) বাতিলের দাবিতে লাগাতার আন্দোলন(Protest) চালিয়ে যাচ্ছেন দেশের কৃষকরা। তাদের সেই আন্দোলন যখন নজর কেড়েছে বহির্বিশ্বের, ঠিক সেই সময়ই টুইটি করেছিলেন ভারতের ‘ক্রিকেট ঈশ্বর’ সচিন তেন্ডুলকর(Sachin Tendulkar)। মঙ্গলবার সন্ধ্যায় ‘ঐক্যবদ্ধ ভারত’ নিয়ে টুইট করেন তিনি। আর সেই টুইটকে কেন্দ্র করে রীতিমতো উত্তাল হয়ে উঠল পরিস্থিতি। চাঁচাছোলা ভাষায় সচিনকে আক্রমণ করতে পিছপা হলেন না তাঁর ভক্তকুল। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, ‘ক্রিকেট ঈশ্বর’কে ‘আম্বানির কুকুর’ বলেও মন্তব্য করে বসলেন তাঁরই এক ভক্ত।

ভারতের লাগাতার কৃষক আন্দোলনের জেরে রিহানা, গ্রেটা থুনবার্গের মত ব্যক্তিত্বদের ট্যুইটের পর বুধবার সন্ধ্যায় টুইট করে সচিন টেন্ডুলকর লেখেন, ‘ভারতের সার্বভৌমত্বের সঙ্গে কোনও আপোস করা যায় না৷ বহির্বিশ্ব দর্শক হতে পারে, কিন্তু এর অংশ হতে পারে না৷ ভারতীয়রা ভারতকে যথেষ্ট ভাল ভাবে জানে এবং তাঁরাই ভারতের জন্য প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে৷ আসুন দেশ হিসেবে আমরা ঐক্যবদ্ধ থাকি৷ সচিনের সেই টুইট রিটুইট করেছেন সৌরভ গাঙ্গুলী সহ আরো একাধিক ক্রিকেটার। এরপরই তাঁদের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে ওঠেন নেটিজেনরা। সচিনের টুইটের নিচে কমেন্ট বক্সে দেখা গেল তারই প্রতিচ্ছবি। সেখানে কেউ সচিনের শেষ টেস্টের ছেড়া টিকিটের ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমি আগে সচিনের ভক্ত ছিলাম, তবে আজ থেকে তার প্রতি আমার আর কোনও শ্রদ্ধা রইল না।’

আরও পড়ুন:FIR তুলুন-ইন্টারনেট ফেরান, তবেই হবে আলোচনা: সরকারকে বার্তা কৃষকদের

কেউ আবার লিখেছেন, ‘আপনি যদি আগে মন্তব্য করতেন তাহলে রিহানাদের এই মন্তব্য করতে হত না।’ কেউ আবার তুলে ধরেছেন ওয়াশিংটনের ঘটনার পর নরেন্দ্র মোদির টুইট। সঙ্গে প্রশ্ন করেছেন, ‘এই সময় কি বাইরের লোক কথা বলেনি অন্য দেশের বিষয়ে।’ কারো আবার মত ১৭০ জন কৃষক মারা গিয়েছেন এদের বেশিরভাগই আপনার প্রতিটা রান টিভির সামনে বসে সেলিব্রেট করত। আপনি তাদের জন্য একটি শব্দও উচ্চারণ করলেন না।’ কেউ লিখেছে, ‘বিজেপির হয়ে কথা বলার জন্য এবার জাতীয় দলে সুযোগ পাবে সচিন পুত্র অর্জুন।’ তবে সমস্ত কিছুকে ছাপিয়ে গিয়ে প্রবীণ নামের এক ব্যক্তি সচিনের টুইটের কমেন্ট বক্সে লিখেছেন, ‘টুইটের আগে তিনি ছিলেন ক্রিকেট ঈশ্বর। টুইটের পর তিনি হলেন আম্বানির কুকুর।’ ফলে এটা বলাই যায় সচিনের টুইটকে কেন্দ্র করে দু’ভাগে ভাগ হয়ে গেল ‘ক্রিকেট ঈশ্বরের’ ভক্তকুল।

Advt

spot_img

Related articles

যুবভারতীর ঘটনায় সিবিআই-ইডি খারিজ, পুলিশি তদন্তে আস্থা হাই কোর্টের

যুবভারতীর ঘটনায় বিরোধীদের তোলা সিবিআই তদন্তের দাবি খারিজ করে দিল হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। সেইসঙ্গে স্পষ্ট...

মূর্তি ঘিরে গুজব ছড়ানোর চেষ্টা জয়নগরে! কড়া পদক্ষেপের হুঁশিয়ারি প্রশাসনের

রবিবারের সকালে জয়নগরের একটি মন্দিরে কালী মূর্তির সামান্য ক্ষতি হওয়াকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা ছড়ায় এলাকায়। তবে প্রশাসনের...

ডিজিটাল যুগেও লড়াইয়ে নতুন প্রজন্ম! সীমান্তের মাঠে ফুটবলের স্বপ্ন

ডিজিটাল যুগের টানাপোড়েনে যখন মোবাইল ও কম্পিউটারের দাপটে মাঠছাড়া হচ্ছে নতুন প্রজন্ম, তখন সীমান্তঘেঁষা সুন্দরবনের এক প্রান্তে ফুটবলকে...

জয়ের ধারা অব্যাহত সুন্দরবনের, হারল ব্যারেটোর দল

  জমজমাট শ্রাচি গ্রুপ আয়োজিত বেঙ্গল সুপার লিগ (Bengal super league)।সোমবার ছিল দুটি ম্যাচ। হাওড়া-হুগলি ওয়ারিয়র্সকে হারাল সুন্দরবন বেঙ্গল...