অসমের সরকারি অনুষ্ঠানে বিরিয়ানি খেয়ে অসুস্থ ১৪৫

অসমের সরকারি অনুষ্ঠানে এসে বিরিয়ানি খেয়ে অসুস্থ ১৪৫ জন। সেখানে উপস্থিত ছিলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল (Sarbananda Sonowal) এবং স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। এমনকী অসুস্থ হয়ে পড়েন হিমন্ত বিশ্বশর্মা নিজেও। সকলকেই হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মৃত্যুও হয়েছে একজনের। তবে তাঁর মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দেওয়া

 

জানা গিয়েছে, গত মঙ্গলবার অসমের (Assam) কারবি আংলং জেলার দীপু মেডিক্যাল কলেজে একটি সরকারি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী। কলেজের MBBS কোর্সের সূচনা অনুষ্ঠানে এসেছিলেন তাঁরা। যোগ দিয়েছিলেন প্রায় ৮ হাজার অতিথি। কিন্তু অনুষ্ঠানের পর বিরিয়ানি খেয়ে আচমকাই অসুস্থ হয়ে পড়েন ১৪৫ জন অতিথি। কেউ পেটে ব্যথার কথা জানান তো কেউ বমি করতে থাকেন। অসুস্থদের মধ্যে ছিলেন হিমন্ত বিশ্বশর্মাও।

এখনও পর্যন্ত ২৮ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে এখনও ১১৭ জন চিকিৎসাধীন রয়েছেন।

Advt

Previous article‘আম্বানির কুকুর’, টুইটের জেরে এটাও শুনতে হলো সচিনকে
Next articleকৃষক আন্দোলন নিয়ে বললে নাক গলানো আর ‘আব কি বার ট্রাম্প সরকার’ তাহলে কী? খোঁচা ডেরেকের