কৃষক আন্দোলন নিয়ে বললে নাক গলানো আর ‘আব কি বার ট্রাম্প সরকার’ তাহলে কী? খোঁচা ডেরেকের

মোদি সরকারের (modi govt.) বিরুদ্ধে সংসদে (parliament) দাঁড়িয়ে মোক্ষম খোঁচা দিলেন রাজ্যসভার তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন (derek o brien)। কৃষক বিদ্রোহ নিয়ে আন্তর্জাতিক প্রতিক্রিয়ায় ক্ষুব্ধ কেন্দ্র যখন ভারতের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের লোক নাক গলাচ্ছে কেন বলে প্রশ্ন তুলছে, তখন মোদি সরকারেরই একটি কীর্তি মনে করিয়ে দিলেন ডেরেক। বললেন, কৃষক আন্দোলন (farmers protest) নিয়ে বিদেশের কেউ প্রতিক্রিয়া দিলে যদি তা ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো হয়ে যায় তাহলে নরেন্দ্র মোদির “আব কি বার ট্রাম্প সরকার” শ্লোগানটা কী? তখন মনে হয়নি আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের বিষয়টি মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়? ডেরেক বুঝিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী অন্য দেশের নির্বাচনে বিশেষ কোনও ব্যক্তির পক্ষে শ্লোগান তুললে ভুল বার্তা যেতে পারে তা কেন তখন মনে হয়নি বিজেপি নেতাদের? ট্রাম্পের হয়ে নিজেরা গলা ফাটানোর সময় মনে ছিল না সেটা অন্য দেশের বিষয়? এখন আন্তর্জাতিক মহলের বহু বিশিষ্ট মানুষ ভারতের কৃষকদের আন্দোলন নিয়ে উদ্বেগ জানাতেই তা এক্তিয়ার বহির্ভূত হয়ে গেল?

প্রসঙ্গত, সুইডেনের অষ্টাদশী পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ বা মার্কিন পপ গায়িকা রিহানার মতো আন্তর্জাতিক ক্ষেত্রের একাধিক বিখ্যাত ব্যক্তি ভারতের কৃষক আন্দোলন নিয়ে উদ্বেগ প্রকাশ করে কৃষকদের প্রতি সমর্থনের বার্তা দিয়েছেন। তাতেই প্রবল চটেছে মোদি সরকার। একইসঙ্গে বহির্বিশ্বে সরকারের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হয়েছে। স্বাভাবিকভাবেই অস্বস্তি ও চাপ বাড়ছে কেন্দ্রের উপর। এই পরিস্থিতিতে ভারতের অখণ্ডতা ও ঐক্য তুলে ধরার বার্তা দিয়ে পাল্টা কৌশল নিয়েছে কেন্দ্রীয় সরকার। মোদি সরকারের হয়ে কার্যত একই সুরে সরব হয়েছেন ক্রীড়াবিদ, সঙ্গীতশিল্পী থেকে বলিউড তারকাদের একাংশ। মুখ খুলেছেন লতা মঙ্গেশকর, সচিন তেণ্ডুলকরের মতো তারকারা। এই বিষয়ে বলতে গিয়েই সংসদের অধিবেশনে থেকে কেন্দ্রকে পাল্টা তোপ দাগলেন রাজ্যসভার তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন।

বৃহস্পতিবার একদিকে যখন গাজিপুর সীমান্তে কৃষকদের সঙ্গে দেখা করতে গিয়ে বাধা পাচ্ছেন প্রবীণ তৃণমূল সাংসদ সৌগত রায়, তখনই রাজ্যসভায় স্বভাবসিদ্ধ ভঙ্গিতে কেন্দ্রের উদ্দেশে কটাক্ষ ছুঁড়তে দেখা যায় ডেরেককে। ডেরেক বলেন, কৃষক আন্দোলন নিয়ে আন্তর্জাতিক প্রতিক্রিয়ায় আমরা এখন এত স্পর্শকাতর! সমস্বরে বলে চলেছি এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়। তাহলে মার্কিন নির্বাচনের আগে “আব কি বার ট্রাম্প সরকার” কে বা কারা বলেছিল? স্পষ্টতই, মোক্ষম সময়ে ডেরেকের অভিযোগের তিরে বিদ্ধ ট্রাম্পের হয়ে শ্লোগান তোলা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

 

Previous articleঅসমের সরকারি অনুষ্ঠানে বিরিয়ানি খেয়ে অসুস্থ ১৪৫
Next article২৫০-র বেশি আসনে জিতে ক্ষমতায় ফিরব, আমাদের লড়াই ধর্মকে নয়, কর্মকে সামনে রেখে: অভিষেক