পুরুলিয়ার (Purulia) বিজেপির (BJP) নব্য নেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সভার আগেই ব্যাপক উত্তেজনা। স্থানীয় জয়পুর আর বিবি হাইস্কুলের মাঠে সভামঞ্চের একাংশে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ গেরুয়া শিবিরের। বিজেপির দাবি, তাদের সভা ভণ্ডুল করতেই তৃণমূলের (TMC) দুষ্কৃতীরা এমন কাণ্ড ঘটিয়েছে। যদিও তৃণমূলের পাল্টা দাবি, এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল।

আজ, বৃহস্পতিবার জয়পুর আর বিবি হাইস্কুলের মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা সভা করবেন শুভেন্দু অধিকারী। আর এই সভা ঘিরেই এলাকায় চাপা উত্তেজনা। বিজেপি নেতা-কর্মীদের দাবি, বুধবার বিকেলের দিকে এলাকায় শুভেন্দুর কুশপুত্তলিকা দাহ করেন তৃণমূল কর্মী-সমর্থকরা। আর তারপর থেকে এলাকায় উত্তেজনার পারদ আরও চড়েছে। রাতের দিকে জয়পুর আর বিবি হাইস্কুলের মাঠে বিজেপির সভামঞ্চের একাংশে আগুন লাগিয়ে দেওয়া হয়। পেট্রল ঢেলে পুরো সভামঞ্চই দুষ্কৃতীরা পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে বলেই অভিযোগ তাঁদের।

এদিকে বিজেপির দাবিকে উড়িয়ে দিয়েছে ঘাসফুল শিবির। তাদের দাবি, পুরোনো আর নব্য বিজেপি নিজেদের মধ্যে ঝামেলায় এমন কাণ্ড ঘটছে। এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই।
