অন্য দেশ থেকে বা অন্য রাজ্য থেকে আপনি নেমেছেন কলকাতা বিমানবন্দরে। অনেক কিছুই জানেন না, চেনেন না। আপনার থাকা, খাওয়া থেকে ঘোরা সব কিছুতেই সাহায্য করতে হাত বাড়ালেই বন্ধুর মতো দাঁড়াবে। যার পোশাকী নাম ” কলকাতা এয়ারপোর্ট, ট্যুরিস্ট মিট অ্যান্ড গ্রিট”।

কী এই ট্যুরিস্ট মিট অ্যান্ড গ্রিট? বিমানবন্দর উপদেষ্টা কমিটির সদস্য দেবজিৎ দত্ত জানাচ্ছেন,
১. শহর সংক্রান্ত প্রাথমিক ধারণা পাওয়া যাবে
২. প্রয়োজনে পাবেন অ্যাটেন্ডার
৩. মানি এক্সচেঞ্জ, সিম কার্ড, টেলিফোন বুথ, ওষুধের দোকান
৪. পর্যটন কেন্দ্র এবং সংস্থাগুলির সঙ্গে সরাসরি যোগাযোগ করা যাবে। ফলে দালালদের খপ্পরে পড়তে হবে না।

আরও পড়ুন:বাড়ল পার্শ্ব শিক্ষকদের বেতন, বাজেটে শিক্ষা খাতে বিপুল অর্থ বরাদ্দ মুখ্যমন্ত্রীর


এই ব্যবস্থা চালু হলে দেশে হবে প্রথম। ফলে বিমানবন্দরকে কেন্দ্র করে শহর বা রাজ্য সম্বন্ধে যেমন ইতিবাচক ভাইব্রেশন পাওয়া যাবে, তেমনি পর্যটনেও সদর্থক সাড়া মিলবে বলে অনুমান।
